পাতা:অন্নদামঙ্গল.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাসের তপস্তায় অন্নদার চাঞ্চল্য। ১৪} এত ভাবি ব্যাসদেব মন কৈলা স্থির " অন্নপুর্ণ ধ্যান করি বসিলেন ধীর ॥ বিস্তর কঠোর করি করিলেন তপ । কত পুরশ্চরণ করিলা কত জপ । আজ্ঞা দিলা কৃষ্ণচন্দ্র ধরুণী ঈশ্বর। রচিল ভারতচন্দ্র রায় গুণাকর | ব্যাসের তপস্যায় অন্নদীর চাঞ্চল্য । গজানন ষড়ানন" সঙ্গে করি পঞ্চানন কৈলাসেতে করেন ভোজন। অন্নপূর্ণ ভগবতী অন্ন দেন হৃষ্টমতি ভোজন করিছে ভূতগণ । ছয় মুখ কার্ত্তিকের গজমুখ গণেশের মহেশের নিজে মুখপঞ্চ । কভমুখ কত জন বেতাল ভৈরব গণ ভাঙ্গ খেয়ে ভোজনে প্রপঞ্চ । লেগেছে সিদ্ধির লাগি খেতে বড় অনুরাগি h বার মুখ তিন বাপে পুতে । অন্নদার হস্ত দুটি অল্প দেন গুটি গুটি থাকে নাছি পাতে খুতে খুতে। অন্নদী বুঝিলা মুনে কৌতুক আমার সনে বুঝা যাবে কেবা কত খান। চর্ব্ব্য চূষ্য লেহ পেয় পাতে পাতে অপ্রমেয় পয়োনিধি পর্ব্বত প্রমাণু ॥