পাতা:অন্নদামঙ্গল.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ अन्नझोभक्रव्न् । সেই ফুলমাল সঙ্গে বুকে বুকে বান্ধি রঙ্গে আনি দিল অন্নদণগোচরে ॥ অন্নপূর্ণ ক্রোধ মনে শাপ দিলা দুই জনে যেমন করিলি দুরাচীর। মরত ভুবনে যাও মন্থষ্য শরীর পাও ভারতের এই যুক্তি সার । বসুন্ধরের বিনয় । কান্দে বসুন্ধর বসুন্ধুরা। অন্নপুর্ণ মহামায়৷ দেহ চরণের ছায়া শাপে কৈলা জিয়ন্তেতে মরা ॥ অজ্ঞানে করিন্থ দোষ ক্ষমা কর অভিরোষ তুমি দেবী জগতজননী। ভম্ম না করিক্ষে কেন কেন শাপ দিলে হেন কোন সুখে যাইব ধরণী ॥ অপরাধ অল্প মেীর শাপ দিলা অতি ঘোর নর লোকে কেমনে যাইব । গর্ভবাস মহাদুখে উৰ্দ্ধপদে হেটুমুখে মলমূত্রে ভূষিত থাকিবু ॥ ভুঞ্জিব অশেষ ক্লেশ না পার্ক জ্ঞানের লেশ পরদুঃখে হইব দুঃখিও। মহাপাপ থাকে যার গর্ভবাস হয় তার নিগম আগমে সুবিদিত ॥