পাতা:অন্নদামঙ্গল.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবের কাশীৰুিষয়ক চিন্তা। ৮৫ হইল নন্দের, সুত হরিসহায়িনী। .হেরি হাহাকার হর হরিণহেরিণী ॥ কামরিপুকামিনী কামদ কামেশ্বরী। করুণ কটাক্ষ কর কিছু কৃপা করি ॥ রাজার আনন্দ কর রাজ্যের কুশল । যে শুনে এ গীত তার করহ মঙ্গল । গায়নে বায়নে’মা গো মাগি এই বর। অন্নে পূর্ণ কর ঘর গলে দেহ স্বর ॥ " শুনিতে মঙ্গল তব যার ভক্তি হয়। ধন পুত্র লক্ষ্মী তার স্থির যেন রয় ॥ কৃষ্ণচন্দ্র-আদেশে ভারতচন্দ্র গায়। হরি হরি বল সবে পালা হৈল সায় ॥ ইতি রবিবারের দিব পাল | --مم0G9eہ ہم۔ শিবের কাশী বিষয়ক চিন্ত । পুণ্যভূমি বারাণসী . বেষ্টিত বরুণ তুলি - যাহে গঙ্গা আসিয়া মিলিত । আনন্দ কান্ন নাম কেবল কৈৰল্যধাম শিৰের ত্রিশূলৈাপরি স্থিত । বাপী যাহে জ্ঞানবাপী নামে মোক্ষ পায় পাপী মহিমা কহিঁতে কেৰ পারে। মণিকর্ণি পুষ্করিণী মোক্ষপদবিধায়িনী সার বস্তু অসারসংসারে ॥ b