পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নেই। কাগে চড়বেন এত সুখ তোর কপালে—আমরা কি ঘোড়া যে তোকে পিঠে নেব ।’ এবারে ঝোড়োকাগ এগিয়ে এসে বললে—মহারাজ,মানুষটাকে হাড়গোড় ভেঙে দ করে নিয়ে গেলে তো ওটা আমাদের কোনো কাজে আসবে না, আমি বরং ওকে পিঠে নিই, কী বলেন ? ডোমকাক মুখ সিটকে বললে –তোমার ইচ্ছে হয় তো ওর পালকি বেহারার কাজ করতে পার, কিন্তু দেখো পালায় না যেন ? রিদয় দেখলে টোড়াকাগটা ওর মধ্যে দেখতে-শুনতে ভদর রকম, সে আস্তে-আস্তে তার পিঠে চড়ে বসল। কাকের দল ক্রমাগত দক্ষিণ মুখেই উড়ে চলেছে। পরিষ্কার দিনটি খটখট করছে, চারদিকে যেন বাতাস আর আলো ছড়িয়ে পড়েছে, বনের শিয়র দিয়ে রিদয়কে নিয়ে কাকরা উড়ে চলল । রিদয় দেখলে বেী-কথা-কও পাখি বকুল গাছের আগডালে বসে বেীকে শুনিয়ে কেবলি গাইছে— ‘কথা কও বেী কথা কও, মাথা খাও • বেী কথা কও ” রিদয় অমনি বলে উঠল—‘কথা কইবে কী ছলে, কথা শুনলে গা জ্বলে |’ ‘কে রে ? বলে হলদী পাখি আকাশের দিকে ঘাড় তুলতেই, রিদয় তাকে শুনিয়ে বললে –‘কাকে-ধরা যক্‌ ! কাকে-ধরা যক্‌ ! ডোমকাক আমনি ধমকে উঠল –‘আবার কথা ? আরো দক্ষিণ-মুখে গিয়ে রিদয় দেখলে আমবাগানের মাথায় ঘুঘু বসে তার বেীকে গান গেয়ে ঘুম ভাঙাচ্ছে আর গলা ফুলিয়ে আদর করে ডাকছে— ‘বুবু ওঠে। দেখি মৰ্ম ।’ রিদয় অমনি বলে উঠল –‘আদর দেখ উহুঃ ? . ঘুঘু গলা তুলে বললে –‘কে রে কে রে ? রিদয় তাকেও শুনিয়ে দিলে –‘কাকে-ধরা যক্ ? এবার ডোমকাক রেগে রিদয়কে ডানার থাপ্পড় দিয়ে বললে – ‘ফের বকচিস, চুপ ? 9\8ס