পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—এইবার পাকা কথা বলেছেন তোমার দাহ,— চন্দর, সুয্যি উলটে যেতে পারে কিন্তু পাজীতে যা লিখেছে কেউ উলটাতে পারবে না,—আসতেই হবে । —এল বলে দেখনা লা । —ঘর্ঘর করে কিসের শব্দ হচ্ছে ? —ও ইসক্রীম কল ঘোরাচ্ছে রাধু। --তাহলে এখন রাত হয়নি –তুমি ছড়া বল দাদাভাই, আমি শিখে নিই— —সব ছড়া মনে নেই। —একটু একটু বলনা আমি জুড়ে জাড়ে নেব বাড়ি গিয়ে— -छ्छ्रां कई उद्दद : গোরচাদের মেলায় যাব মেলায় গেলে হেলায় পাব ; দয়াল নিতাই দয়া করে খেতে দেবে পেট ভরে মোও মিঠাই যা চাই পাব গোরা বাজারের বুড়া কর্ত্তা খায় এককুড়ি বেগুন ভর্তা গিরিটি তার পেচা চিহ্লি পাঠা চাই তার হগু হগুণ খেয়েছে শতাধিক পাঠার মুড়ো একটি ফেলেনি হাড়ের গুড়ো, সেখানে কেনো যাব ! পাতড়া চাটতে অক্কা পাব! গোরাচাদের মেলায় যাব বলে ঠোটকাট মুটে সকালে উঠে—খেংরাপটির নোংরা গলিতে আর কী রব —দাদাভাই আমাদের পাড়ায় গোরাচাদের মেলা হয়, কোনোদিন তো ঠোটকাট মুটেকে দেখিনি। —রোসে সে আগে তার খেংরাপটির বাসাভাড়া চুকোক, রাধুকে আজও সকালে ধরেছিল –আমি যদি তার বাসাভাড়াটা দিয়ে দিই। —তুমি দিয়েছ নাকি দাদাভাই ? —দিয়েছি তো ! * 8 이