পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খেতে যাবার ছাড়পত্র চায় ! হঠাৎ ভবের হাটে গেলে তো মুশকিলে পড়বে। ঠকে যাবে, ঠেকে যাবে একদম ? জলধর পাড়ে বললে –এদের এখন ছাড়পত্র দেওয়া চলে না । আস্তিবুড়ির ওখানে কিছুদিন বেগার খেটে আস্থক তবে ছাড়পত্র দেওয়া যাবে ? হেতি হোতি কাতরভাবে বললে –‘গরুটি ছেড়ে দিন, আমরা , চলে যাই।” - 喻 জগমুনশি বললে –‘যাই বলতে নেই, বল –আসি, আবার দেখা হবে।’ বলেই জগমুনশি গুন-গুন স্বরে গান ধরলেন – ‘বিদায়, বিদায়, বিদায়-বেলা দায় দোষ সব মাপ, দায়ে-আদায়ে দেখা হয় ভাল না-হয় ভাল সাফ! খুশি হালে বেহাল তবিয়তে, বিদায় চাই পেতে হাত— সুখে যেন যায় দিনরাত।” পানি-পাড়ে জলধর বললে –‘গরু দুধের ভারে তেজে চলতে পারবে না। চল, দুধটুকু দুয়ে নিতে শিখিয়ে দিই। দুধের ভার হালকা করে গরু নিয়ে চলে যাও –হেই সে আছাবুড়ির খোয়াড়ে।” জলধর পাড়ের কাছে দুধ দোয়া শিখে কতখানি স্থধে কতখানি জল জেনে হেতি হোতি খালি পেটে হালকা গাইগরুটি নিয়ে বিদায় হল—আছিকালের বন্তিবুড়ির খোয়াড়ের দিকে। পথে যেতে যেতে তারা ধরলে ফুটিতে একটি গীত— ‘ওরে গইল-ছাড়া বইল, বিদেশ বিভূই বিজন নদী পার চলমান বেগান তুই, দীঘমান দিন করলি কাবার } রাতের তারার চিন্‌ চিনেও যে চিনছ না এবে গোঠে চল রে খাইবা খইল ! তেরঙা গাভী শিং আর ল্যাজ নেড়ে জানালে –এমনি গোঠে যাব ? সাত ঘাটে জল খাৰু, তবে গোঠে যাব ! é९> 88دسچvt. s