পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—‘আর তুমিই বা যাবে কেমন করে তাদের কাছে, ছুটি দিলেও ? —“তাও তো বটে কর্তা । —‘কুর্ত আমি নই, কর্তা আল মাইতিকে ডাক।’ –তাই যাই কর্তা, লাল মাইতির কাছেষ্ট যাই । লাল মাইতির বাসা কোন দিগে ? —‘এ বড়ো শক্ত প্রশ্ন করলে সোনাতন ’ বলে খাতাঞ্চিমশায় তালামুদ্রখানা ঝর করে বন্ধ করতেই চালের উপরে বাস্তুঘুঘু ডেকে উঠল –‘বে বেী দুঃখু পাওয়ার বেী—’ খাতাঞ্চিমশায় বললেন –‘সোনাতন, দেখ তো আকাশে রামধনু উঠেছে নিশ্চয়, —“আজ্ঞে হ্যা তো কর্তা ।” —“তবে আর আল মাইতিকে ডেকে বিরক্ত করবার আবশ্যকতা দেখি নে ? ¢8ግ