পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কল বলে – ‘টেকি একটা আসছে চলে অশ্বের মতো তড়বড়।’ গর্গ কন –‘উপরে ওটা কে বসে বিড়ালের মতন ' নিবার বলে –‘ভুল নাই আর. আগে বাড়িয়ে নিতে আসছেন টেকি বাহন।’ গৰ্গ বলেন —’বুঝলে না, ইন্দ্রপুরের টেকিশাল এটা কর দর্শন। তখন কি হল – ‘রথ রাখ রথ রাখ’ বলিতে নারদ মধ্য পথে থামিল হরিশ্চন্দ্রের রথ । মুনি বলে সকুটুম্ব কোথাকে গমন ? রাজা বলে –‘ইন্দ্রলোকে করি আরোহণ।” মুনি বলে –‘সেথা যাবা কোন পুণ্য বলে ! ‘দানপুণ্য বলে যাই, হরিশ্চন্দ্র বলে । সুবুদ্ধি রাজার তবে কুবুদ্ধি ঘটিল আপনার পুণ্য সব কহিতে লাগিল । গ্রামে গ্রামে পুকুর দিলাম, কুপ দিলাম বাধ,দিলাম জাঙ্কলি বাধিয়া ! পথিক জনে ছায়া দিলাম —সার সারি বৃক্ষ দিয়া । মোর দান লইলেন বিশ্বামিত্র তপোধন স্ত্রীপুত্র বেচিয়া দিলাম দক্ষিণার কাঞ্চন । সুবুদ্ধি রাজাকে কুবুদ্ধি ধরিল, নিজমুখে নিজপুণ্য কহিতে লাগিল । কহিতে কহিতে রথ নামিয়া পড়িল নারদ পাতিল লে রাজা না বুঝিল উচ্চুম্বরে বলে কমণ্ডল এ কেমন হইল ? ৬২৭