পাতা:অবনীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড.djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সফলকাম হলেন হাভেল । যে •চোখে হাভেল সাহেব আমাদের দেশের শিক্ষা, দীক্ষা, শিল্প, ইতিহাস প্রভৃতি দেখে গেছেন তা একজন ঋষির পক্ষেই সম্ভব, সেই কারণেই আমরা না বুঝলেও তিনি জগতে শ্রদ্ধার পাত্র এবং এ দেশের শিল্পশিক্ষার মূল প্রতিষ্ঠাতা বলেই তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে হবে আমাদের । শিল্প-শিক্ষার্থী ছোটো ছোটো ছেলেমেয়েদের ড্রয়িং-শিক্ষার জন্য ড্রয়িংব্লুক এবং শিল্প-সৌন্দর্য বুঝিয়ে আমাদের এবং বিদেশের রসপিপাস্বগণের মধ্যে স্বচিস্তিত পুস্তকাদি লেখা হাভেল সাহেবের সার জীবনের ব্রত ছিল— এমন করে আমাদের শিল্পের আর শিল্পীগণের জন্তে নিঃস্বার্থ প্রাণপণ পরিশ্রম অন্য কে করেছে ?