পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)\రిy অভিজ্ঞান শকুন্তল৷ নটাক । রাজা। ( কোপের সহিত) অরে অলি ! জুই আমার শাসন মানিলি না ? তবে শ্রবণ কর । মনোহর কিশলয় সমান আকার । , ওষ্ঠাধর হয় যার অতি চমৎকার ॥ যে সময় আমি তার সুধাপান করি । আহা মরি সে সময় কত সুখকরী ॥ ওরে আলি তাহে যদি করিসূ দংশন। পদ্ম মধ্যে রাখিব রে করিয়ে বন্ধন ॥ বিদু। এৰূপ তীক্ষদও শ্রবণে কেন না ভীত হইবে ? (হাস্য করিয়া আত্মগত ) ইনিতে উন্মত্ত হইয়াছেন, আমিও • ই হার সহিত থাকিয়া ক্ষিপ্ত প্রায় হইলাম । রাজা। ইহাকে নিরাকরণ করিলাম, তথাপিও ষে এ রহিল । মিশ্র। অহো ! অতি অনুরাগ, ধীর ব্যক্তিকেও বিকৃত করে। বিদু । (প্রকাশ করিয়া) মহারাজ ! এ যে চিত্রপট । রাজা। কি ! এ চিত্রপট ? মিশ্র । মহারাজ যে এই ৰূপচিন্তা করিবেন তাহা আমি ভাবিয়াছিলাম। . রাজা। বয়স্য ! সম্প্রতি এ হতভাগা কি অনুষ্ঠান করিবে ? হয়ে মন তদগত, সাক্ষাত প্রিয়ার মত, বোধ হতেছিল কিন্তু শকুন্তলা নয় হে। তোমার কথায় মম, ঘুচিল মনের ভ্রম, চিত্রপট বটে ইহা এই জ্ঞান হয় হে। (ইহা কহিতে কহিতে লোচনদ্বয় অশ্রুপূর্ণ হইয়া আসিল ।)