পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎭ অভিজ্ঞান শকুন্তলা নাটক। করাগ্র পল্লব সম করয়ে কম্পন । শীৎকারে অধর হয় ভিন্ন অনুক্ষণ। মধুকরে লঙ্ঘিবারে হতেছে দর্শন। বিনা বাদ্যে যেন রামা করিছে নর্ত্তন৷৷ শকু ওরে রক্ষা কর, দেখ না এই বালাই মধুকর আমাকে যন্ত্রণ দিতেছে । - উভে। ঈষৎ হাস্য করিয়া) কে বল তোমাকে পরিত্রাণ করিবে, কার এমত শক্তি আছে, তবে এখন দুষ্মন্ত রাজাকে ডাক, রাজাই তপোবন রক্ষা করিয়া থাকেন । রাজা। এইতো আমার দর্শন দিবার সময় । ভয় নাই ভয় নাই ; (এই অৰ্দ্ধোক্তি মাত্রেই মনে মনে চিন্ত৷ করিলেন, আমি যে স্বয়ং রাজা তাহা ইহার জ্ঞাত হইলেও হইতে পারে, আমি অতিথি ভাব অবলম্বন করি । ) - শকু। এখনতো দুরন্ত ভ্রমর স্থির হইল না আমি অন্যত্র যাই ; ( কিয়ৎ পাদান্তরে গিয়া ) এখানেও যে এ আমার সঙ্গে সঙ্গে আসিতে লাগিল । ) রাজা। (সত্বর নিকটে গিয়া ) আঃ পুরুবংশ রাজার এ শাসিত ভুবন। কার সাধ্য এই রাজ্যে করয়ে পীড়ন। মুগ্ধ মুনিকন্যাগণ সরল হৃদয় । তাহীদের ক্লেশ দিতে কার সাধ্য হয় ৷