পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নন্টক । SNう স্বিগণ ইহা জ্ঞাত হইয়া সকলেই আপনাকে অত্যর্থনা করিয়াছেন । । - রাজা। ঋষিগণ কি আজ্ঞা করিয়াছেন। ঋষি। ভগবান কুলপতি কমুনির অসান্নিধ্য প্রযুক্ত কতিপয় রাক্ষস তপোবনে উৎপাৎ করিতেছে, অতএব মহারাজ ! শীঘ্র করিয়া সারথি সহকারে আশ্রমকে রক্ষা কৰন । রাজা । ইহা আপনাদিগের অনুগ্রহ। ’ বিদু। (অপবৃষিা) বয়স্ত! ইহা আপনার অনুকূল গল रुख रुइँठौं। রাজা। রৈবতক । সারথিকে বলিয়া দেও যে রথে ধনু বাণ লইয়া অত্র উপস্থিত হয় । দেব। যে আজ্ঞা মহারাজ। (ইতি নিষ্কান্ত) ঋষি । বংশ অনুৰূপ কার্য্য করহ রাজন। ইহাই উচিত তব ওহে বিচক্ষণ ৷ ভয়াত্ত জনেরে সদা অভয় প্রদানে । আছিল পৌরব যত বিখ্যাত ভুবনে৷ রাজা । আপনার গমন করুন, আমি পশ্চাৎ পশ্চাৎ যাইতেছি । ঋষি । আপনার জয় হউক। (ইতি নিষ্কান্ত ) রাজা। মাধব্য ! শকুন্তলাকে দর্শন করিতে তোমার কি ८कौडूश्न इन्न ?