পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৮ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী ঢালাইয়ে কত লোক খাটে। হাতুড়ির ঘায়ে আর অবগু এখন পেটাই হয়, না, কিন্তু বাতাস-ঠেলা gross (pneumatic hammer) চালাইত্ত্বেও কর্ম লোক লাগে না । তারপর জাহাজ চালাইতে কয়লার দরকারণ খনিতে কত লোক খাটে তাহা আপনারা জানেন । এইরূপে একটি ব্যবসায় আরো কত ব্যবসায়কে জীবিত রাখে। " টাঙ্গাইল, ঢাকা, ফরাসডাঙ্গ অঞ্চলে যে-সমস্ত উৎকৃষ্ট বস্ত্র নির্ম্মিত হইত, লাস্কাসায়ার এদের স্থান কাড়িয়া লইয়া খুব উন্নত হইয়াছে এ-কথা সকলেই জানি ? কিন্তু তাহদের উন্নতি সম্বন্ধে বিবরণ পড়িয়া কোন স্পষ্ট ধারণা হওয়া সম্ভব নয়। সেদিন বিলাতে ম্যাঞ্চেষ্টারের পাইকারী sixtapo sista (Co-operative Wholesale Stores) দেখিতে গিয়াছিলাম। আমি ও কয়েকটি ভারতীয় ছাত্র কর্ম্মকর্ত্তার সঙ্গে দেখিতে যাই! মোটর কারে কার্য্যস্থলে আমাদিগকে, লইয়া গেলে দেখিলাম তাহাদের বাৎসরিক বিক্রি প্রায় ১৫০ কোটী টাকা । আর আমাদের ভারত-সাম্রাজ্যের সমগ্র রাজস্ব হচ্ছে ১৩২ কোট টাকা । ব্যাপার কি বুঝুন । তাদের বিক্রি তো বাইরে নয়, শুধু নিজেদের অংশীদারদের মধ্যে। আট দশটি বিস্কুটের ও সাবানের কারখানা ! নিজেদের গো-চারণের সুবিস্তীর্ণ মাঠে শত সহস্ৰ গাভী। সেই-সমস্ত গাউীর দুগ্ধে নিজেদের জন্য জমাটু দুধ তৈরি হয়। নিজেদের জাহাজে সুদূর সিংহল হইতে নিজেদের বাগানে উৎপন্ন চ আনা হয়। এই ল্যাঙ্কাসায়ারে যুদ্ধের পূর্ব্বে প্রতিবৎসরে ৩০০ কোটা টাকার কাপড় তৈরি হইত। তন্মধ্যে প্রায় ৭৫ কোট টাকার উপর ভারতবর্ষে আসিত । যে-সমস্ত কারখানায় ৩০০ কোটী টাকার কাপড় তৈরি হয়, তাহাতে কত কল-কারখানা, কত যন্ত্রপাতি, কত ম্যানেজার, সহকারী শ্যানেজার ও কত লক্ষ শ্রমজীবীর প্রয়োজন তাহা চিন্তা করুন ।