পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিথ্যার সহিত আপোষ ও শান্তিক্রয় ఫి{ সহিত আপোষ করিতে করিতে বিবেক-বুদ্ধি ও সাহস হারাইয়াছি— সমাজের ভিতর ভণ্ডামি ও কপটাচরণের অন্তঃসলিল প্রবাহিত হইবার পথ পরিষ্কার করিয়া দিতেছি । ‘স্বরাজ” ‘স্বরাজ' বলিয়া চীৎকার করি— *বলি, স্বরাজের উপর আমাদের জন্মগত তাধিকার । কিন্তু আমাদের সমাজ বিশ্লেষণ করিলে দেখিতে পাই—সমাজের রীতিনীতির পনের আনাই ফাকি—মানুষের গড় মানুষ-মার। কল । আমরা চাই রাজনীতিক অধিকার লাভ করিতে- কিন্তু যাহারা আমাদের মুখের দিকে চাহিয়া আছে, আমরা যহাদের উন্নতিপথের স্বহায়ক, যাহাদের সহিত জাতীয় উন্নতি ওত:প্রোতভাবে জড়িত—তাহাদিগকে আমরা অবহেল করিয়া আসিতেছি । ১৯১৮ সালে, Indian Social Conferences: *istofoo of Estood of Histop, “It is the women of India who really belong to the depressed class” —আমাদের দেশের 'স্ট্রীলোকেরাই প্রকুমতপক্ষে অনুন্নত জাতিভুক্ত । মাতৃজাতির অজ্ঞানতা দূর করিবার মত সাহস ও প্রচেষ্টা আমাদের নাই—কোন মুখে আমরা স্বরাজ লাভের যোগ্য বলিয়া মনে করি ? যুবকেরাই জাতির প্রাণ—জাতির জীবনীশক্তি । তাই আশা হয় নাঙালী মস্তিষ্কের অপব্যবহার হইবে না । যে দেশে বিধির বিধানে মহাপুরুষের জন্মগ্রহণ করিয়াছেন—ভগবানের নিকট প্রার্থনা করি, সেই দেশের যুবকের মহাপুরুষদের আদর্শে অনুপ্রাণিত হইয়া ত্যাগ ও বীরত্বের মুহিমায় বাঙালী জাতিকে উজ্জল করুন—ঈশ্বরের শক্তি যেন তাহাদের জীবনের পথে চিরসুহায় হয় ।