পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২০ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী SAAAAAA AAAA AAAA AAAAMAAAS হইতেছে না ! ইংলণ্ডে বিদেশের লোক আসিয়া ইতিহাসের নানা সময়ে উপনিবেশ স্থাপন করিয়াছে । দু’এক পুরুষ' পরে এই সমস্ত বিদেশীই ইংরাজ হইয়া গিয়াছে। আমাদের দেশে ব্রাহ্মণ কায়স্থের বিক্রমপুর যাইয়া বসবাস আরম্ভ করিলেন ; ব্রাহ্মণের কুলীন শ্রেষ্ঠ বলিয়া গণ্য হইলেন, কিন্তু কায়স্থেরা হইলেন বঙ্গজ। তাহাদের সঙ্গে রাষ্ট্ৰীয় কায়স্থগণের আদান-প্রদান বন্ধ হইল। আর ওদিকে ইটালী হইতে নির্য্যাতিত হইয়। ও ফ্রান্স হইতে fR#ìfẹss Huguenot3ịcị ইংলণ্ডে আসিয়া আশ্রয় লাভ করিলেন । Lombard Streetএ বিখ্যাত Bank-গুলি এইরূপ ঔপনিবেশিক বিদেশিগণ দ্বারাই স্থাপিত इहेज । পশমের' (Wool ) কাজে পারদর্শী কারিগরগণ আসিয়া ইংলণ্ডে উলের ব্যবসার স্বত্রপূত করিলেন। বিভিন্ন দেশের লোকদিগকে আশ্রয় দিয়া ও নিজের অঙ্গে টানিয়। লইয়া ইংরাজ আজ এত বড় সমৃদ্ধিশালী জাতি। তাহার নানা ব্যবসায়ের স্বত্রপাত হইয়াছে এইরূপ বিভিন্নদেশীয়দের দ্বারা । আজ সমগ্র ইংলণ্ডবাসী এক বিরাট পরিবার। নানাদেশের লোকের নানাগুণ ইংরাজ চরিত্রে তাই স্থানলাভ করিতে পারিয়াছে । আমাদের দেশে যে সকল উদ্যমী অ-বাঙালী আসিতেছেন, তাহারা পুরুষানুক্রমে এখানে বাস করিয়াও অ-বাঙ্গালীই রহিয়া যাইতেছেন । সুতরাং আমাদের racial type কিছুমাত্র পরিবর্তিত বা উন্নত হইতেছে না । আমাদের ভরসাস্থল ২৬ লক্ষ ব্রাহ্মণ-কায়স্থ-বৈদ্য বলিতে সকলেই শিক্ষিত এরূপ বোঝা উচিত নহে। ব্রাহ্মণের মধ্যে আবার কত রকম আছে। কেহ ভিখারী, কেহ পূজারি, কেহ রাধুনি, গলদেশে উপবীত, ও হস্তে একটি শীতলা বা ঐরূপ কিছু থাকিলেই যখন উদরায়ের সংস্থান হয়, তখন অনেক যে গণ্ডমূর্খ জুটিবে তাহার আর