পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২২ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী হইয়া এক স্রোতস্বতীর তীরে চাষার কন্যা Priscillaকে দেখিয়া মুগ্ধ হইয় তাহার পাণিগ্রহণ করেন । ইহারই গর্ভে william, the Conquerorএর জন্ম হয় । জগদ্বরেণ্য রাসায়নিক জীবাণু-বিদ্যার জন্মদাতা Pasteur ছিলেন চর্ম্মকারের পুত্র। উনবিংশ শতাব্দীর অন্যতম getê Caiozs Carlyle (“Master of terse vigorous style” ) রাজমিস্ত্রি-পুত্র ছিলেন । ইহার পিতা শেষ জীবনে কৃষিকার্য্য করিতেন । ইংলণ্ডের প্রসিদ্ধ বৈজ্ঞানিক Michael Faraday 5 ইহার সম্বন্ধে zal z, “Faraday is electricity and electricity is Faraday.”—Dynamo বর্ত্তমান সভ্যভার একটি স্তম্ভ বিশেষ, ইহারই আবিষ্কার। ইহার পিতা অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ব্যবসায়ে কর্ম্মকার ছিলেন । Napoleonএর সহিত যুদ্ধের সময় লগুনে খুব অল্পকষ্ট হয়, কারণ, বাহির হইতে কোন খাদ্যের আমদানী,হইতে পারিত না । উপরন্তু তাহার পিতা বড় দরিদ্র ছিলেন। সপ্তাহে ভিক্ষাস্বরূপ (dole) একখণ্ড রুটি ও জল ব্যতীত তাহার আর কিছুই আহারের জুটিত না ! বাল্যকালে তাহাকে এক দপ্তরীর দোকানে কর্ম্ম করিতে হয় । Smilesto “Lives of British Engineers” stog Cool as: Metcalf, Telford, zigfē Englandax zifis engineersją অনেকেই দরিদ্রের সন্তান । তাহারা, আরো আশ্চর্য্যেন্ত্র বিষয়, প্রায় সুকলেই পল্লীবাসী,—অথচ অধ্যবসায়বলে উত্তরকালে এত প্রতিষ্ঠা লাভ করিতে পারিয়াছিলেন । ইহা ঐ দেশে সম্ভব, কেননা সমাজ ব্যক্তিত্বের উপর পাষাণ চাপাইয়া মনের স্বাধীন ও স্বাভাবিক বিকাশকে পঙ্গু করে না । আমাদের দেশের স্কায় সেখানে শূত্রের বেদ উচ্চারণে “জিহবাচ্ছেদন” বা শ্রবণে তপ্ত তৈল কর্ণবিবরে প্রদান করিবার কোন বিধি ছিল না । আমরা স্বেচ্ছানির্ম্মিত নিগড়ে নিজেরাই আবদ্ধ হইয়াছি। হিন্দু