পাতা:আনন্দ রহো.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শপথ করেছি, যে আমি গুৰুবৈরী মানসিংহকে সমুখ যুদ্ধে স্বহস্তে নিধন করব, এই অণশায় তোমার পিতার দাসত্ব স্বীকার করেছি, সেই আশায় এই কারাগারে, সেই আশায় আমি ছদ্মবেশী অনুচর নিয়ে দিল্লী আক্রমণ করি, সহস্ৰ কামান গর্জনের সম্মুখীন হতে প্রভূত, যদি আশা সফল হয় জানলেম জীবন সার্থক ; যতদিন সে আশা পূর্ণ না হয়,যমুনা কি ছার-গুৰুদেবের ন্যায় গৌরব ও প্রার্থী নয় । লহন তোমার প্রেম অতি অসৎ পাত্রে অপিত। - লহ—তোমার পিতা কে ? নারা-ভূবন বিখ্যাত ঝাল্লার তাধিকারী। লছ—আপনি আমায় মাপ কৰুণ, এখন জানলেম যে আপনি যমুনরও নন ; কেন না যদি আপনি প্রেমিক হতেন প্রেমিকের চিত্ত বুঝতে পাত্তেন, কিন্তু দাসী বা শত্র-কন্যা—অধিনীকে যে নামে সম্বোধন কৰুণ, তার সহিত কারাগার পরিত্যাগ করতেও কি হানি বিবেচনা করেন ? নারা—আমার কারণ মোচনে তোমার এত যত্ন কেন ? লহ-সত্য, সকল যন্ত্রণ নিবারণ করবার উপায় তো আমার হাতে আছে । নারাণ ! তোমায় ভাল বেসে কি আমি আত্মঘাতী হব ? আমার প্রেমের কি এই পরিণাম | নারী-লহন। একটা কথা জিজ্ঞাসা করি, আমি এ অবস্থায় আছি তুমি কিরূপে জানলে, আর তুমিই বা হেথায় কিরূপে এলে । লহ-প্রেমের অসাধ্য কিছুই নাই, নারণে তা তুমি জানন ? নার!-লহন। যদি আমায় ভালবাস কথার উত্তর দাও, আমি স্বয়ং জানিনা কিরূপে এ কারাগারে ; এলেম, এ সংবাদ তুমি কিরূপে জানলে ; আকবার সাহ তোমায় কখন বলেননি । লহ-আকবারই আমাকে বলেছেন ।