পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবকারসূ হাণ্ডবুক । Sq ৫। যদি কোন জেলায় বিলাতি মদ বিক্রয়ের জন্য কোন লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি আমদানি করেন তাহা হইলে তাহার ষে স্থান হইতে মদ লইলেন সেই স্থানের কলেক্টরের নিকট হইতে পাস লইতে হইবে। বোঃ ৬ ৬ । নদীতে যে সকল জাহাজ যাতায়াত করে আমহাদের কপ্তেন বা ষ্টীউয়াডের মদ খুচরা বিক্রয়ের জন্য বাৎসরিক ৩২ টাকা দিয়া লাইসেন্স লইতে হয় । যে যে জেলার মধ্যে জাহাজ যাতায়াত করে তাহার যে কোন স্থানের কলেক্টরের নিকট লাইসেন্স লইলে চলিবে । বোঃ ৭ To - - o ছোট বাড়ীতে করিতে হয়। ১ম শ্রেণী হোটেল রাত্র ১১টা ও ২য় শ্রেণী রাত্র ১০টা পর্য্যন্ত খোলা থাকিতে পারে। কিন্ম মাসিক ৫০ টাকা খাজনা আরও অধিক দিলে রবিবার ভিন্ন অদ্য সকল দিনে রাত্র ২টা পর্য্যন্ত খোলা থাকিতে পারে । থিয়েটার সারকাস ইত্যাদিতে “ বার লাইসেন্স ’ দেওয়া হয়, তাহার দৈনিক খাজনা ৩ টাকা বা মাসিক ৫০ টাকা । “রেস্টুরাট” এক প্রকার হোটেল, কিন্তু উহাতে রাত্র ২ট। পর্য্যস্ত বিক্রয়ের লাইসেন্স কিম্বা “ বার লাইসেন্স ’ দেওয়া যায় না । (খ) অন্যরূপ পরে বিধান না হইলে কলেক্টর-মজিষ্ট্রেটের সম্মতি ব্যতীত কোন স্থানে হোটেল, মদের দোকান ইত্যাদি ব{ তাড়াপানের দোকান খুলিবার লাইসেন্স দেওয়া হইবে না । কলেক্টর ও ম্যাজিষ্ট্রেট ভিন্ন মত হইলে কমিসনরকে লিপিতে হইবে। ছোটলাটের অনুমোদন যুক্কু কমিসনার সাহেবের হুকুমই শেষ হুকুম বলিয়। ধার্য্য হইবে । ১৮৫৭ খৃষ্টাব্দে ২১ অইন,