পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকারসূ হাণ্ডবুক । ༢ ༽ দ্বাদশ পরিচ্ছেদ । খোলার্ভাটী । Wdo ১। নিলাম ডাকে খোলাভাট লাইসেন্স বিক্রয় হয়। ২ । প্রতি বৎসর ১লা এপ্রেলের পূর্ব্বে কোন নির্দিষ্ট দিবসে কালেক্টর বা ডিপুটী কালেক্টর স্বয়ং নিলাম করেন । নিল)মের পূর্ব্বে নিলামের দিবস বিজ্ঞাপন করা হয় । e ৩। ঐ দিবস’ ডাকে ক্রয় করিয়া তৎক্ষণাৎ দুই মাসেব টাকা অগ্রিম জম। দিতে হয়। বিশ্বাসী লোক হইলে হ্যাণ্ডনোট লওয়াও হয়। ৪ । যে গ্রামে খোলাভ tট খুলিবার জন্য লাইসেন্স দেওয়৷ হয় ঐ গ্রামের সীমার মধ্যস্থ কোন স্থানে ১লা এপ্রেল হইতে ভাটী খুলিতে হয়। ৫ । পর পর মাসে ১ম দিবসে লাইসেন্সের টাকা জম! দিতে হয় । © ৬ । নিম্নলিখিত হিসাব ধরিয়া বোর্ড খোলাভাটর পরিমাণাদি ধার্য্য করিতে আজ্ঞা দিয়াছেন। (ক) একমণ মউয়ায় ২ গ্যালন, এবং একমণ গুড় বা ভাতে ৩ গ্যালন লগুন প্রুফ মদ হয় এরূপ ধার্য্য হইয়াছে। (খ ) এক গ্যালন ৫ সের জল বা ৪ সের স্পিরিট বা মাল মসলার সমান ।