পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবকারস হাণ্ডবুক। ు(t চতুর্দশ পরিচ্ছেদ। ബ ബ= নিৰ্দ্ধারিত মাসুলের দেশী মদের খুচরা বিক্রী ১। দেশী মদ খুচরা বিক্রয়ের জন্য নিলাম ডাকে ব: নিৰ্দ্ধারিত খাজনা প্রথায় লাইসেন্স লইতে পারা যায়। লাই । সেন্সে যে ভাটিখানার কথা লিখা থাকিবে, মদ কেবল সেই ভাটিখানা হইতেই লইতে হইবে। বোঃ ২ । ৩ க ২ । লাইসেন্স” প্রাপ্ত ভাটিদার মদ খুচরা বিক্রয় করিতে ইচ্ছা করিলে ইহার জন্য স্বতন্ত্র লাহসেন্স লইতে হইবে, কিন্তু যে ভাটীখানায় তাহার ভাটী আছে, তাহার নিকট র্তাহাকে দোকান খুলিতে দেওয়া হইবে না । বোঃ ৫ । ৩। ডিউটী দিলে বিক্রেতা যত ইচ্ছা মদ ভুটিখান হইতে লইতে পেেরন । ভাটখানায় কার্য্যাধ্যক্ষ ষে পাস দিবেন তাহাতে মদ ভাটীখানা হইতে পাসের লিখিত দোকানে লইয়া যাইতে পারা যাইবে। পাসের লিখিত সময় উত্তীর্ণ হইলে পাস ফেরত দিতে হইবে। পাসের মেয়াদ দোকানের ছত্রত অনুসারে হইবে, কিন্তু ৭ দিনের অধিক সময় দেওয়া হইবে না। যদি দোকান নিতান্ত দূর হয়, তাহ হইলে কলেক্টর ১৪ দিন পর্য্যস্ত সময় দিতে পারেন। পাস নিয়মিত সময়ে ফেরত না দিলে পাসের লিখিত মামুলের ডবল জরিবান দিতে হইবে । বোঃ ৯ । e