পাতা:আমার জীবন.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जांशांबू खौरान బ్రీకు ঐ বাটীর চাকর-চাকরাণী এবং গ্রামের প্রতিবাসিনী প্রভৃতি সকল লোক আমাকে এত স্নেহ করিত যে, আমার নিশ্চয় বোধ হইত, যেন পরমেশ্বর ইহাদিগকে তাহা বলিয়া দিয়াছেন । আমার মনে আর একটি দৃঢ় বিশ্বাস ছিল, যেন ঐ গ্রামের লোক তাহাদিগের নিজ পরিবার অপেক্ষাও আমাকে স্নেহ করেন । বাস্তবিক আমার প্রতি কেহ কথন অসন্তোষ প্রকাশ করেন নাই । বস্তুতঃ ঐ দেশের সমুদয় লোকই বড় সজ্জন । আমি এতকাল ঐ দেশে বাস করিতেছি এবং এখন পর্যন্তও আছি । ( ইহার মধ্যে আমার পরিবারের তো কথাই নাই ) ঐ দেশের সকল লোক আমার প্রতি অকপট স্নেহ করিয়া থাকেন । মনের ভ্রমেও কেহ কথন আমাকে কটুবাক্য বলেন নাই । এখন পর্যন্তও সেই ভাবটি আছে, পরে কি হয় বলা যায় না। এখানে আমায় আর কত দিবস থাকিতে হইবে । শেষ দশাতে আমার কি প্রকার অবস্থা ঘটিবে, এবং সেই সকল লোকেরা আমার সঙ্গে কি প্রকার ব্যবহার করিবেন, জানি না, তাহ পরমেশ্বর জানেন । হে প্রভু ! বিশ্বময় ! বিশ্বপিতা ! তোমার অসীম মহিমা, তুমি কখন কি কর, কে জানিতে পারে, তোমার কথা তুমি জান । এবিষয়ে আমাদের চিস্তা করাই ভ্রম । আমি বার বৎসরের সময় রামদিয়া গ্রামে আসিয়াছি। আর ছয় বৎসর পর্যন্ত সম্পূর্ণ নূতন বেী ছিলাম। মনের ভাবটিও ছেলেমি মতই ছিল । এই আঠার বৎসর আমার এই অবস্থায় কালগত হইয়াছে । কিন্তু এই আঠার বৎসর পর্যন্ত আমার মনটি বড় বেশ ছিল । সাংসারিক বিষয় চিন্তার কোন কারণ ছিল না, কেবল সর্বদা গৃহকার্য করিব, আর কোন কর্ম করিলে লোকে ভাল বলিবে, কি প্রকারে সকলের মন সন্তুষ্ট থাকিবে, এই চেষ্টাটি ছিল । কিন্তু এইটি ভারি আক্ষেপের বিষয় ছিল ধে, মেয়েছেলে বলিয়া লিখিতে পড়িতে পাইতাম না । এখনকার মেয়েছেলেদিগের কি সুন্দর কপাল । এখন মেয়ে জন্মিলে অনেকেই বিদ্যাশিক্ষার চেষ্টা করেন । যাহা হউক, এ মত ভালই বলিতে হইবেক । এক্ষণে আমার যে কয়েকটি সন্তান হয়, তাহার বিবরণ ৰিশেষ জীবন-ও