পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ আমেরিক ভ্রমণ আলো পাওয়া যাইবে না । Light supplying কোম্পানি মাসের শেষে আসিয়া ঐ পেনি গুলি বাক্স খুলি ব্লু লইয়া যায় ৩ - . “লগুনের পুলিশ পৃথিবীর মধ্যে সর্ব্বোৎকৃষ্ট”--এই কথা আমাদের পূর্ব্ব হইতেই শুনা ছিল । সেখানে গিয়া তাহ প্র তাগ করিলাম । যখনই কোন রাস্তার বিষয় ল গুনের পুলিশকে জিজ্ঞাস করা যায়, সে তন্ন তন্ন করিয়া সবিশেষ বলিয়া দেয় । বাংলা দেশের পুলিসকে জিজ্ঞাসা করিলে অনেক সময়েই বলে—“হাম নেহি জান্তে হৈ । ইহার কিন্তু এরূপ কথা কথনই বলে না । ইহারা ন! জানে এমন রাস্ত। গলিই নাই। পুলিসের চাকরী গষ্ট বার পূর্ব্বে লণ্ডনের রাস্ত ও গলির directory একেবারে মুখস্থ করিতে হয় । কোন রাস্তার পর, করবার ফেরার পর, এবং ব কি ডান দিকে ফিরিতে হইবে তাহ পর্য্যন্ত উহার বলিয়া দেয় । চহারা অতি ভদ্র । আমি একবার একজন পুলিসকে জিজ্ঞাসা করি—“তুমি আমাকে Peckham এ যাইবার রাস্ত বলিয়া দিতে পার ?” সে আমলি বলল, “এইখান থেকে —ন° omnibusংতে বসিবেন, তারপর অমুক রাস্তায় নামবেন, তারপর অমুক রাস্ত হইতে দুই পা হাটিবেন ইত্যাদি ।” আমি তাহাকে “tl;unk sou”.- રનિશ નિ মনে ভাবিতে লাগিলাম যে, কে আবার পয়সা খরচ করে, না হয় পদব্রজেই যাইব । যখন ঐ—নং omnibus আসিল, আর আমি যখন চাপিলাম না, তখন ঐ পুলিস দূর হইতে আমার পানে তাকাইতেছিল । শেষে আমার নিকট আসিয়া বলিল—“মহাশয় ! আমি আপনাকে ঐ oinnibus চাপিতে বলিলাম, আপনি তাত করিলেন না কেন ?” অtাম বললাম—“আমি হঁটিয়া যাইব ।” সে প্রত্যুত্তরে বলিল—“আপনি” একজন বিদেশী, আপনি পথ হারাইয়া যাইতে পারেন । আর এ ফটা 'bus আসুক, আমি আপনাকে উহার উপর চাপাইয়া দিব এবং conductorকে সব বলিয়া দিব ।" । কুয়ৎক্ষণ পরে আবার "bus