পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ 、登 আমাদের থাতে ঘুম হইতে উঠিবার পূর্ব্বে প্রত্যহ জুতা পালিস করিয়া * রাখিয়া দিত। মুখ ধুইবার জন্য গরম জল শুইবার ঘরের দরজার নিকট রাখিয়া যাইত ও সেই সময় দরজায় শব্দ করিয়া প্রভুকে জাগাইত। চাকরাণী বা স্বালোকদের সামনে পাঞ্জাম পরিয়া বাহির হওয়া ভদ্রতাবিরূদ্ধ । ভালরূপ dress না করিয়া তাহাদের ডাকা ও সভ্যতার বিরূদ্ধে । ঐ মেমচাকরাণী আমাদের বিছানা পাতিয়া দিত । রাত্রের প্রস্রাব যাহা একটী কাচের পাত্রে শয়ন গুহেই করিতে হয় তাহা সে পর দিবস প্রাতে আসিয়া লইয়া যাইত ও ঘর পরিস্কার করিয়া রাথিত । সপ্তাহে একবার করিয়া সমস্ত বাড়ীটি ও বাড়ীর জানালা, কপাট, আসবাব বেশ ঝাড়ে ও পরিষ্কার করে । এ সকল কাজ যে }দন করা হয় সে দিনকে wash-day বলে । মাথায় ও নিজেদের পোষাকে পাছে ধূলা লাগে, সে জণ্ঠ মাথায় এক টুকরা কাপড় দিয়া চুল ঢাকে ও নিজেদের পোষাকের উপর একটা aproা পরিয়া লয় । আমাদের দেশের চাকরাণী যেমন ঝাট ব্যবহার করে ও যেমন করিয়া ঝাট ধরিয়! থাকে, ইহার সেরূপ করে না । ইহার সোজা হইয়ু দাড়াইয়া broom এর দ্বারা ঘরের বা কাপেটের ধূলাকে একস্থানে সংগ্রহ করে । আমাদের ঘরের কপাট বন্ধ থাকিলে, দরজায় শব্দ করে, এবং আমরা যদি উত্তরে “come in" ( ভিতরে আসুন ) বলি তবেই ইহার গৃহে প্রবেশ করে । আর ইহাদের প্রত্যেক কথায় “হা, মহাশয়,” “ন, মহাশয়,” “মহাশয়” কথা ত লেগেই আছে। লগুনের যে সব বাড়ীতে ভারতীয় ছাত্রেরা থাকে সেখানে আলোর ধন্দোবস্ত এক অদ্ভূত। ঐ সব বাড়ীতে meter ( গ্যাস-মান যন্ত্র ) বসান থাকে । ঐ meter বাক্সের ছিদ্রে একটা করিয়া পেনি ফেলিলে, ঘর আলোকিত হয় । যখন দেখি যে আলোর তেজ কমিয়া আসিতেছে তখন বুঝি যে আবার একট, পেনি না ফেলিলে আর কয়েক ঘণ্টা