পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

GQ o चारी-नांदी । রক্ষা করুন। দিল্লীর পথে বিষ খাইয়া আমি মরিব । মৃত্যু ছাড়া যখন উপায় নাই, তখন এখানে না মরিয়া না হয় দিল্লীর পথেই মরিলাম। তাতে যদি রূপনগর রক্ষা পায়, তবে ক্ষতি কি ?” এই চিন্তা করিয়া প্রভাবতী পিতাকে কহিলেন,-“ভাল, তাই হউক ৷ রূপনগরের মঙ্গলের জন্য সবই সহিব । আমাকে দিল্লী পাঠাইবার আয়োজন করুন ।” (v) নিজকক্ষে গিয়া প্রভাবতী অনেক কঁদিলেন। দুঃখের শেষ সম্বল, বিপদের শেষ সহায়, নিরাশার শেষ আশা ভগবানকে ডাকিয়া তিনি কহিলেন,-“পরমেশ্বর & রূপে যদি এই পরিণাম, কেন তবে এই রূপ আমাকে দিয়াছিলে ? ফুল ফুটিতে যদি ঝরিয়া পড়িল, দেবপূজায় যদি তার ফুলের জন্ম সার্থক না হইল, কেন তবে তাহাকে ফুল করিয়া পঠাইয়াছিলো! আমার এই প্রথম যৌবন, প্রাণে কত সাধ কত আশা, কিছুই পুরিল না। সকল সাধ, সকল বাসনা লইয়া প্রথম যৌবনেই এই সুখের পৃথিবী হইতে চলিলাম, কেন তবে বৃথা আসিয়াছিলাম? তোমার রাজ্যে কেন এ অত্যাচার, কেন এ অবিচার ? কেন এ ক্ষুদ্র বালিকা আমি, পৃথিবীর এক কোণে নিজের ইচ্ছামত নিজের জীবনটি সার্থক করিতে পারিব না ? কেন আমাকে, হয় পিশাচের লালসার আগুনে পড়িতে হইবে, না হয় নিজের হাতে এ সাধের জীবন অকালে মৃত্যুর হাতে সঁপিয়া