পাতা:ইতিহাস-সার.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যখন উত্তরবাসী অসভ্য লোকের ইউরোপ মহাদ্বীপ আক্রমণ করিয়া তত্রস্থ লোক সকলকে নির্ব্বাসন করে, তৎকালে কতকগুলিন মনুষ্য জর্ম্মণীতে গিয়। রহিয়াছিল । ক্রমে তাহাদের বংশবৃদ্ধি হইয় তাহার বৃহদ গোষ্ঠী এবং মহা পরাক্রমশালী হইয়াছিল। পরে রাজা সারলমেন তাহাদিগকে পরাজয় করিয়া জর্ম্মনী দেশের সম্রাট হইয়৷ তথায় রাজধানী করিয়াছিলেন, ফানম জর্ম্মনী প্রভৃতি অন্য অন্য দেশ ডাহার সাম্রাজ্যভূক্ত হইয়াছিল । কিন্তু তাহার মৃত্যুর পর তাহার সন্তানের ঐ রাজ্য বিভাগ করিয়া লইলেন, তাহাতে জর্ম্মনী স্বতন্ত্র রাজ্য হইয়। পড়িল । জর্ম্মনীর মধ্যে অনেক স্বতন্ত্র স্বতন্ত্র রাজা ছিলেন, র্ত্যহাদের স্বতন্ত্র স্বতন্ত্র রাজধানী ছিল । ৯১২ খৃষ্টাব্দ অবধি এই সকল রাজার নিয়ম করিলেন, আপন দিগের মধ্যে এক জনকে সম্রাট করিবেন, তিনি সর্ব্বপ্রধান হইয়া কর্ম্ম করিবেন। এই প্রকারে জর্শ্বনীতে রাজা মনোনীত হইবার প্রথা আরম্ভ হইল । : ঐ প্রথা নয় শত বৎসর প্রচলিত ছিল, তাহার পর ১৮১৫ খৃষ্টাব্দে ঐ সাম্রাজ্য ধ্বংস হওয়াতে তাহাও রহিত হইল। -