পাতা:ইতিহাস-সার.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। ソ(?) পাল গৰ্বধারিণীর কোন গুণের অধিকারী হন নাই । তিনি অতি গস্থির স্বভাব ছিলেন, এবং লোকের সহিত সদালাপ করিতেন না, তাহাতে সকলে তাহাকে মৃতিচ্ছন্ন জ্ঞান করিয়াছিলেন। ফলতঃ র্তাহার আচরণ অসহ-প্রায় হওয়াতে রাজ্যের কয়েক জন প্রধান মন্ত্রণা করিয়া উহাকে বধ করেন । ১৮২৮ অব্দে মহারাজ নিকোলাস তুকদিগের সহিত যুদ্ধারম্ভ করেন । র্তাহার সেনগণ এদ্রিওনোপল পর্য্যন্ত অগ্রসর হইয়াছিল, তাহাতে ভুকের বাদশাহ অপার্ম্যমাণে সন্ধিবন্ধন করলেন । ১৮৩০ অব্দে পোলের রূষরাজার প্রতিকূলে অস্ত্র ধারণ করিয়াছিল, কিন্তু রূষরাজ তাহাদিগকে দমন করিলেন । তদবধি পোলণ্ডদেশ রূষরাজ্য ভূক্ত হইয়াছে । ১৮৫৪ অঙ্গে রূষরাজ পুনর্ব্বার তুর্কদেশ আক্রমণ করিয়াছিলেন, তাহাতে ইংলণ্ড ও ফুহ্মদেশ তুর্করাজের পক্ষে যোগ দেওয়াতে বিষম সমরানল প্রজ্বলিত হইয়। শিবাস্তপুলে মহা ভয়ানক সংগ্রাম হয় । ইহার কিছুকাল পরে নিকোলাস পরলোক গমন করিলে, উাহার পুত্র অলেগজদর সম্রাট হইয়া সন্ধি স্থাপন করিয়াছেন ।