পাতা:ইতিহাস-সার.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ややう ইতিহাস-সার । পুত্রের ঐ যুদ্ধে নিযুক্ত থাকিয় রাজ-সেনাগণকে পরাভব করিয়া য়িহুদীfদগকে স্বাধীন করেন । ইহার পর এক শত বৎসর য়িহুদীরা মহাবল মক্কাবি ও তদ্বংশীয় রাজদের শাসনে ছিল, কিন্তু খৃষ্টের জন্মের ৩৭ বৎসর পুর্ব্বে রোমানের, সিরীয় জয় করিয়া, য়িহুদীদিগের রাজ্যশাসনে হস্তক্ষেপ করণ পুর্ব্বক, হিরডকে যুড়িয়ার রাজা করিল । ovesanoso-sa- aso চতুর্থ প্রকরণ—য়িশুথুষ্ট। হিরডের রাজত্বকালে য়ি শুখৃষ্ট জন্ম গ্রহণ করেন । র্তাহার জন্মের পুর্ব্বে য়িহুদীগণকের গণনা করিয়া বলিয়াছিলেন তাহাদের মধ্যে ঈশ্বর-প্রেরিত কোন মহাত্মা অবতীর্ণ হইয়া এক স্থতন ধর্ম্ম সৃজন করিবেন, সেই ধর্ম্ম পৃথিবীর নান স্থানে ব্যাপ্ত হইবে । ইহাতে সকল য়িহুদী মনে করিল সেই ব্যক্তি অবশ্য যুদ্ধ-বিশারদ হইবেন, তাহা হইলে আমরা অত্যন্ত পরাক্রমশালী ও দিগ্বিজয়ী হইব। কিন্তু য়িণ্ড জন্ম গ্রহণ করিয়া যখন দীনবেশে থাকিলেন, কোন প্রকার জাকজমক দেখাইলেন না, তখন অনেকে মনে করিল তিনি ত্রাণকর্ত্ত না হইবেন । খৃষ্ট কতকগুলিন অদ্ভূত কর্ম্ম করিলেন, তাহাতে অনেকের বিশ্বাস হইল তিনি ঈশ্বর