পাতা:ইতিহাস-সার.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉?b" ইতিহাস-সার। ভারতবর্ষ আক্রমণ পুর্ব্বঞ্চ দিল্লীর সিংহাসন অধিকীয় করিয়াড়িলেন । তৈমুরলঙ্গের মৃত্যুর পর ডাহার বৃহদ্রাজ্য ছিন্নভিন্ন হুইয়া গিয়াছিল । পরে ইসমেলস কী নামে এক ব্যক্তি পারস স্থানে অtয় এক স্বতন রাজ্য স্থাপন করেন । সকী অতি সাহসী ও সামর্থ্যবান পুরুষ ছিলেন, তিনি ২৩ বৎসর রাজত্ব করিয়া লোকাস্তৱ গমন করেন । এই গোষ্ঠীর মধ্যে শাহ আব্বাস নামে এক জন অতি থ্যাভ্যাপন্ন রাজা ছিলেন । তিনি ১৫৮৯ অক্যে সিংহাসনারোহণ করিয়া তুকদিগের সহিত যুদ্ধ করিয়া অনেকবার জয়ী হন। ইহা ভিন্ন তিনি পর্তুগিসদিগকে আরমজ দ্বীপ হইতে দূরীকরণ পুর্ব্বক ঐ দ্বীপ আপনি অধিকার করেন । ১৭৩০ অব্দে কুলীর্থ পারস সিংহাসন অধিকার করেন । তিনি নাদেরগাহ নামে খ্যাত হইয়াছিলেন তিনি যেমন জয়াভিলাষী তেমনি দুরাশয় ও দুৱর্ত্ত এবং ভারতবর্ষ আক্রমণ করিয়া দিল্লী অধিকার করিয়াছিলেন । দিল্লী হইতে স্বদেশে প্রত্যাগমন কালে তিনি অনেক অত্যাচার করেন, ঐ অত্যাচার সহ করিতে না পারিয়া উছিার কর্ম্মৱর্ত্তারা উহাকে পথেই সংহার করে । তিনি সর্ব্বশুদ্ধ ১৭ বৎসর রাজত্ব করেন। নাদের সাহের মৃত্যুর পর পারসদেশে