পাতা:ইতিহাস-সার.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। } }^డి মন্দরাজার রাজত্বকালে মহাবীর সিকন্দর ভারতবর্ষ আক্রমণ করিয়া সিন্ধুর সন্নিধ্যের কএক দেশ অধিকার করেন । নন্দের মৃত্যুর পর তাহার অষ্ট পুত্র একত্রে রাজস্থ করেন । এই অষ্ট পুত্র ব্যতীত নন্দের আর এক শূদ্রাগর্ভজ পুত্র ছিল, তাহার নাম চন্দ্রগুপ্ত, তিনি চাণক্য নামক মন্ত্রির সহায়তায় অষ্ট ভ্রাতাকে নষ্ট করিয়া আপনি রাজ্যাধিকার করেন । সিকন্দরের মৃত্যুর পর তদীয় সেনাপতি সিলুকস, র্তাহার রাজ্য প্রাপ্ত হন, চন্দ্রগুপ্ত র্তাহার সহিত সংগ্রাম করিয়া সিন্ধু-পারে সিকন্দরের বিজিত হিন্দুরাজ্য পুনরধিকার করেন । চন্দ্রগুপ্তের পর যাহার রাজদণ্ড ধারণ করিয়াছিলেন, উাহারা অতি জ্ঞানবান ছিলেন, এবং সম্প্রতিকার রাজাদিগের ন্যায় পথ ঘাটাদি নির্ম্মাণ করাইয়। বাণিজ্যের উন্নতি সাধন করিয়ছিলেন । অধিকন্তু উtহার। বিদ্যানুশীলনে বিশেষ অনুরাগ করিতেন, সুতরাং তৎকালে সংস্কৃতভাষার উত্তমালোচনা হইত । এই রাজাদিগের রাজত্বকালে ক্ষত্রিয়ের নিতান্ত হীনবল হইয়াছিলেন । এবং বৌদ্ধ ধর্ম্ম ক্রমশঃ প্রবল হইয়া - ব্রাহ্মণদিখের মর্য্যাদার হানি করিয়াছিল । অতএব বিশ্বামিত্র মুনি বৌদ্ধ বিনাশ এবং ক্ষত্রিয়ের