পাতা:ইতিহাস-সার.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার ゞういう রোমানদিগের তিন জনের মধ্যে দুই জন মরিল এক ব্যক্তি জীবিত থাকিল, প্তাহাতে রোমানের জয়ী হইল । আলবানদিগকে পরাজয় মানিতে হইল । টলস হস্তিলসের মৃত্যুর পর রোমানের এঙ্কস মারকস নামে আর এক ব্যক্তিকে রাজ্য আপণ করিল । উাহার মরগানন্তর তারকুইন রাজা হইলেন, তিনি এক ধনাঢ্য সাধুর পুত্র । তারকুইনের পর সরবিয়স টলিয়স নামে আর এক জন রাজ হইলেন । তিনি ৪৪ বৎসর রাজ্য করিলে পর, টারকুইন নামে উাহার জামাত ভঁাহাকে সংহার করিয়! আপনি রাজত্ব গ্রহণ করিলেন । এই টারকুইন অতি অহঙ্কারী ছিলেন। তিনি ২০ বৎসর রাজ্য করিলে পর রোমানের উtহু! কে সপরিবারে নির্ব্বাস ন করিল । ইহার পর রূননগরে একনায়ক রাজতন্ত্রের পদ্ধতি একেবারে রহিত হইয়া, সেনেট ও দুই জন কনসলের হস্তে রাজ্যভার অর্পিত হয় । কনসলের বৎসর বৎসর নিযুক্ত হইতেন । এই পদে ব্রুটস, ও কেলেটীইনস নামে দুই ব্যক্তি প্রথমে নিযুক্ত হন । রূমনগর স্থাপন অবধি প্রজাদিগের মধ্যে দুই শ্রেণী হইয়াছিল । এক শ্রেণীর নাম পেত্রিসিয়ান, দ্বিতীয় শ্রেণীর নাম প্লিৰিয়ান । পেত্রিলিয়ানের যোত্রপঙ্গ, প্লিৰিয়ানেরা যোত্রহীন দরিদ্র । সেনেট প্রভূতি