পাতা:ইতিহাস-সার.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। & স্কৃেতিস নদীর মধ্যবর্তী যে ভূখণ্ড তাহাকেই আশরিয়া বলা যায় । নোআর পৌত্র আমর এই রাজ্যের প্রথম রাজ{ ! খৃষ্টের জন্মের ২২২৯ বৎসর পুর্ব্বে তিনি নিনবা নামে এক নগর স্থাপন করিয়া তাহার চতুর্ককে এক প্রাচীর দেন, ঐ প্রাচীব ৬৬ হস্ত উচ্চ । কিন্তু নিনব। নগর অপেক্ষ বেবিলন নগর অরে। মুন্দর ও বড় ছিল । নিনবা নগরের পর এই নগব নির্ম্মি ভ হয । এই নগরে রাজ দিগের যে সকল উদ্যাম ছিল তাহ অক্তি অমুস্ত। উদাম দৃষ্টি কৰিলে বোধ টত যেন শুহি শূন্যে বুলিতেছে । যে নিমরদের নাম ইংরাজী ধর্ম্মপুস্তকে দৃষ্ট হয়, তিনি বেবিলন নগর প্রথম নির্ম্মাণ করেন । পরে সামির মিশ নাম। এক রাণী অনেক উদ্যান ও রাজ লয় নির্ম্মাণ করিয়৷ নগর সুশোভিত করেন । সামিরামিশ নাইনস, রাজার রাণী ছিলেন। নাইনসের মৃত্যুর পর তিনি স্বামীর সমুদাম রাজ্যের কী হইয়। দুবুদ্ধিক্রমে সসাগর ধর অধিকারে অভিলাষে অসস্থা সৈন্য সমভিব্যাঙ্ক রে ভারতবর্ষ জয় করিতে আসিয়াছিলেন । ভারতবর্ষের রাজ অনেক সৈন্য ও রণমাতঙ্গ লইয়া যুদ্ধ করেন । যুদ্ধ অভ্যস্ত ঘোরতর হয় । সামিরামিশ এই যুদ্ধে আহত ও অপমানিত