পাতা:ইতিহাস-সার.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাসনম্বর । Ꭽ Ꮈ সামান্য লোক । ইহারা মস্তকের চুল ছোট করিয়া কাটিত, ইহাতে তাহাদের শক্রগণ গোলমাথা বলিয়। ইহাদের উপনাম দিল । রাজপক্ষীয় লোকের উত্তম২ বেশ করিত এবং বড় বড় পরচুলা পরিয়া মস্তক শোভা করিত। তাহার মদ খাইত, গান গাইত, এবং ঘোড়া চড়িয় রণক্ষেত্রে বাইত । বিপক্ষ-পক্ষীয়ের। চূড়ার ন্যায় টুপি মাথায় দিত। তাহার গান গাইতে পারিত না, কেবল ঈশ্বর-সঙ্কীপ্তন করিত এবং অবকাশ পাইলে ভজনা ও ঈশ্বর-গুণনুবাদ শ্রবণ করিত । ইহাদিগের অটল প্রতিজ্ঞ ছিল । ১৬৪২ অকে এই দুই দলে পরস্পর যুদ্ধারম্ভ হইয়। অনেক বীর সংগ্রাম হইল, এবং দুই পক্ষে রক্তের । স্রোত বহিয়৷ চলিল । ওয়ারিকসাইয়রোএজহিলে এবং ইয়াকসাইয়রের মার্সটনমুরে প্রধান প্রধান যুদ্ধ হইয়াছিল । শেষ যুদ্ধ নাথম্পটন সাইয়রের নেসবী নামক স্থানে হয় । অলিবর ক্রমওয়েল পালেমেন্টের পক্ষের সেনাপতিত্ব গ্রহণ করিয়া ক্রমশঃ অনেক যুদ্ধ জয় করিলেন, এবং ক্রমশঃ তাহার পদৰুদ্ধি হইতে লাগিল। অবশেষে ১৬৪৫ অব্দে তিনি রাজসেনাগণকে নেসীতে একেবারে উচ্ছিন্ন করিলেন । চারলস পরাজয়ের পর স্বচসেনাগণের হস্তে আপ