পাতা:ইতিহাস-সার.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꭽb• নাকে সমর্পণ করিলেন, তাহারা বিংশতি লক্ষ টাক পাইয়া ভঁাহাকে পালেমেন্টের হস্তে সমর্পণ করিল। পালেমেন্ট র্তাহাকে বিশ্বাসঘাতক বলিয়া বিচারে সমপণ করিলেন । উহার বিচারজন্য একশত তেত্রিশ জন লোক নিযুক্ত হইলেন । র্তাহারা বিচার করিয়৷ আজ্ঞা দিলেন তাহার প্রাণদণ্ড কর্ত্তব্য। সেই আজ্ঞানুসারে ১৬৪৯ সালের ২৯ জানুয়ারিতে হোয়াইটহাল নামক স্থানে তাহার भखक-एिमन इझेल । তদবধি ইংলণ্ডে এক-নায়ক রাজতন্ত্র শেষ হইল । কুলীনের পূর্ব রীতানুসারে কমনসের সভায় আপনদিগের প্রতিজ্ঞ বা সম্মতিপত্র পাঠাইতে আরম্ভ করিলেন, কমনসেরা তাঁহা অগ্রাহ করিতে লাগিলেন । কিয়ৎকাল পরে কুলীনের সভা অকর্ম্মণ্য ও অনিষ্টকারী বলিয়া তাহ রহিতের অভিপ্রায় করিলেন । একাদশ প্রকরণ –সাধারণ রাজতন্ত্র। এই সময়ে কেহ রাজা ছিলেন না, সিংহাসন শূন্য ছিল । পূর্ব্বরাজার এক পুত্র ছিল বটে, কিন্তু তিনি লগুন নগরে উপস্থিত হইতে পারিলেন না। হইলে, পিতার যে দশ হইয়াছিল উাছারও সেই দশা হইত । কিন্তু স্কচেরা উাহাঙ্কে রাজা ৰলিয়া গ্রহণ করিল, এবং