পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকটিক টেলিগ্রাফ। >ዓ নাম গুরুতর বা ভাররদাকর্ষণ, এই আকর্ষণ শক্তি যেৰূপু সুক্ষদ্রব্যেতে পরাক্রম করিয়া থাকে (টানিয় থাকে) তত্ত্বল্যৰূপে ভার দ্র. e - ds ব্যকেও টানে। যদি বল যে এক সমান উচ্চহইতে ভার ও হালকা দ্রব্য সমকালে পতিত হইলে বা নিঃক্ষেপ করিলে, কেন ভারি দ্রব্য হালকা দ্রব্য অপেক্ষা শীঘ্ৰ ভূমিতে পতিত হয় ? -তদ্ভুক্তর এই যে, যে যখন ঐ লঘু দ্রব্য পতিত হয়, তখন, যে বায়ুর দ্বারা এই পৃথিবী বেষ্টিত আছে, সেই বায়ু যদ্রপ তাহার বাধক হইয়। থাকে, তদ্রুপ ভার দ্রব্যেতে হইতে পারে ন৷ একারণ ভার দ্রব্য শীঘ্র পতিত হয় এবং হালকা দ্রব্য বিলম্বে পতিত হয়। বাতাস যে হালকা দ্রব্যের গতির বাধা জন্মায় তাহার প্রত্যক্ষ প্রমণ এইৰূপ –এক হাতে একটি পয়স অন্য হাতে একটু ভুল লইয়। এই দুই দ্রব্য কোন পুষ্করিণ্যাদির জলে সমকালে ফেলিলে পয়সা অগ্রে তলাইয়া যায় তুল৷ বহু বিলম্বে তলায়, কিন্তু ঐ . পয়সা পিটিয়া /দীর্ঘাকার করিলে অথবা বাটীর আকার করিলে ס\ tא