পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nうy) ইলেকট্রিক টেলিগ্রাফ। বার কষ্ট হইলেও হইতে পারে, একারণ কি হেতুতে বিদ্যুতের সমগুণ এবং কি হেতুতে বিষম গুণ লাভ হয় তাহাও লিখিতেছি ।] ২৪। এক জাতীয় দুই খণ্ড ধাতুকে (লোহ বা স্বর্ণপ্রভৃতি) পরস্পর ঘর্ষণ করিলে যদি সেই দুয়ের উপরিভাগ সমান ও চোস্ত থাকে তবে বিদ্যুতের সমবিষমত জন্মাইবে না, কিন্তু ঐ দুই খণ্ডের একখণ্ডের উপরিভাগ অসমান (আবুড়া খাবুড়া) হয় এবং আর এক খণ্ডের উপরিভাগ সমান হয়, তাহাতে যে খান অসমান সেই খানায় বিদ্যুতীয় বিষম প্রভা এবং যে খান সমান সেই খানায় বিদ্যুতীয় সম প্রভ হইবেক, প্রত্যুত যদি ঐ দুই খণ্ডের একখণ্ড কিঞ্চিৎ উষ্ণ হয়, আর একখণ্ড অপেক্ষাকৃত শীতল হয়, তবে যে খান উষ্ণ সেই খানায় বিষম ও যে খান শীতল সেইখানায় সম প্রভ হইবেক। এক খণ্ড বড় এরশমি ফিতাকে পৃথক২ দুই সমানভাগ করিয়া তাহার একখানার উপর আর একখান। ঘর্ষণ করিলে যে খান ঘর্ষিত হইবে সে খানায় বিষম এবং যে খানা ঘর্ষণ করিবে সে খানায় সম È