পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী। , ஆக கண்க TSATTTSA A ASMMSS o সত্ৰঙ্গাপিক ও লৈাভক্ষ । প্রণাম তোমায় । প্রভাকর প্রভাতে, প্রভাতে মনোলোভ। দেখিতে সুন্দৰ অতি জগতের শোভা । আকাশের অকস্মাৎ, আর এক ভাব । হয় দৃষ্ট নব স্বঃ, সুখদ স্বভাব। তরুণ তপন হলে, তরল তামস । , লোহিঙ লাবণ্য হেরি, মোছিত মানস । ক্রমে ক্রমে সে ভাবের, হয় ভাবান্তর। এরত্তর কর কর, হন দিবাকর। ক্রমেতে ক্রমের হ্রাস, পশ্চিমেতে গতি । দিন যত গত তত, দীন দিনপতি ৷ পরিশেষে পুনৰ্ব্বার, ঘোর অন্ধকার । প্রণমি তোমায় প্রভু, প্রণাম আমার ॥ এখনি স্বজন করি, এখনি সংস্থার । তোমার অনস্ত লীলা, বুঝে সাধ্য কার ? এই দেখি এই আছে, এই নাই আর প্ৰণাম তোমায় প্রভু, প্রণাম আমার। উগ্ৰফুল্লিত কত ফুল, বন উপবনে । শত শত শতদল, শোভ করে বনে ৷ Q. কুসুমের বাস ছেড়ে, কুসুমের বাস । বায়ুভরে এসে করে, নাসিকায় বাস ॥ মধুভরে টলটল, ঢলঢল রূপ। আন্ত ভয় হান্ত তাম, দৃপ্ত অপরূপ। মাঝে মাঝে যত দ্বিজ, নিজ নিজ দলে! রস খায় যশ গায়, বসে পুষ্পদলে । শরীর পতন করে, ধন্ত তার ক্রিয়। বাঁচায় অসংখ্য জীব, মকয়দ দিয়া । ক্ষৎপরে সেই শোভা, নাহি থাকে তার। প্রণাম তোমায় প্রভু, প্রণাম আমার | এখনি স্বজন করি, এখনি সংহার। তোমার অনন্ত লীলা, বুঝে সাধ্য কার ? এই দেখি এই আছে, এই নাই আর। প্রণাম তোমার প্রভু, প্রণাম আমার ॥ নয়নেতে হেরি এই, বিরূপ আভাস । শ্বেতময় সমুদয়, অমল আকাশ ৷ গুন দেখি নব নব, অসম্ভব সৰ। শ্বেত, পীত, নীল, রক্ত, কৃষ্ণবর্ণ নভ। আরবার দেখি তার, নাহি সেই রূপ। সজল জলদজালে, জগৎ বিরূপ ৷ নয়নের লজ্জা দেয়, অন্ধকাররাশি। তাই দেখে মাঝে মাঝে, চপলার হাসি। সে সময় মনে মনৈ, ভাবি এই ভাব । স্বভাবের সেই ভাব, হবে না অভাব। ক্ষণপরে চেয়ে দেখি, সকলি বিকার । প্রণাম তোমায় প্রভু, প্রণাম আমার ॥ এখনি স্বজন করি, এখনি সংহার। তোমার অনন্ত লীল, বুঝে সাধা কার?