পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবা হইল যেন বিধরার প্রায়। ছে আর অলঙ্কার নাছি রাখে গায়। সদাই চঞ্চল মন বস্ত্র খুলে থাকে। ইচ্ছা করে অঞ্চলেগ্নে অঞ্চলে না রাখে ॥ আগে ভাগে খুলে ফেলে বালা আর মর। দে জল দে জল বাবা দে জল দে জল ৷ জলদে জলদে বাবা জলদেরে বল | দে জল দে জল বাবা দে জল দে জল ৷ কোথায় বরুণ হয় কোথায় বরুণ । বরুণ করুণ হয়ে সাগর ভরুন । লুকায়ে দারুণ ভাব অরুণ সরুন। এখনি নিদয় গ্রীষ্ম মরুন মরুন। ঘন ঘন ঘন দল চরুন"চরুন । জীবের সকল দুখ হরুন হরুন ৷ অবনীর উপকার করুন করুন। গ্রীষ্মনাশে রণ-অস্ট্র ধরুন ধরুন। মেঘনাদে হয়ে যাক্ ধরা টলটল। দে জল দে জল বাবা দে জল দে জল । জলদে জলদে বাবা জলদেরে বল । দে জল দে জল বাবা দে জল দে জল । কোথায় করুণাময় জগতে পতি । তব ভব নাশ হয় কি হইবে গতি ? করুণা-কটাক্ষ•নাথ কর একবার। পড়,ক আকাশ হতে সুধার সুধার। চেয়ে দেথ চরাচরে কারো নাহি বল। কিরূপ হয়েছে সব আচল সচল ॥ আর নাহি সহ্য হয় প্রভাকর-কর। মারা যায় তব দাস প্রভাকর-কর। কুতরে তোমায় ডাকি অjখি ছল ছল। দে জল দে জল বাবা দে জল দে জল ৷ জলদে জলদে বাবা জলদেরে বল। জেল দে জল বাবা দে জল দে জল ৷ “ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী। ১২১ ৷ বর্ষার অধিকারে গ্রাষ্মের প্রাস্তৃর্ভাব । প্রতিদিন পোড়া জল ভয় হয় হয় না। ঘোর রিষ্টি নাহি বৃষ্টি স্বষ্টি আর রয় না। যাই ঘাই বিনা কেহ কোন কথা কয় না। উহু উচ্‌ বাপ বাপ তাপ আর সয় না। বরণ করুণ হয়ে রূপাভাব বয় না । জলধব চাতকের তত্ত্ব আর লয় না ৷ সধবা বিধবা সাজে ফেলে দিয়ে গয়না । গ্রীষ্মে ছলে তপস্বিনী যত সব ময়ন ॥ মিছেমিছ করি জর্ণক, মিছেমিছি ছাড়ি হাক, মিছে ডাক্‌ শরদের প্রায । Q কোথায় বুষ্টির পতি, কি হবে সৃষ্টির গতি, চলে না দৃষ্টির গতি চায় কে কহে আমাঢ় মাস, খেতেছে গায়ের মাস, রসকস কিছু নাহি মুখে। অবনী সরস নয়, কেমনে ভবধা হয়, ববন বরষ মারে বুকে ॥ বরঘার এ কি ধারা, নাহি মাত্র বাবিধার, ভাল ধরা ধবে ধরাধর । করিতেছে সমীরুণ, হুতাশন বরিমণ, পুড়ে যায় সব ধরাধর। মরে যত জলচর, নদনদী সরোবর, শুকাইল যত জলাশয়। হয় এ কি অপরূপ, অনলে পূরিল কৃপ, পাক মাত্র কিছু নাচি রয়। ধ্যান করি জলদের, জল দেরে জল দেরে, হা জল যো-জল শুধু কয়। হয়ে চাতকের মত, পাতক ভূগিছে কত, মানবাদি প্রাণী সমুদয়। ফুটফাটা হলো ঘাট, চেলাকাঠ যেন মাঠ, হাট বাট সকল সমান। শমন-তাতের তাতে, একেবারে সব তাতে, • , স্থাতে আর নীষ্টি ল্য প্রাণ।