পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

షిe উৰে খেলিয়া ঢেউ করে কলকল। দে জল দে জল বাবা দে জল দে জল ৷ জলদে জলদে বাবা জলক্ষেরে বল। দ্ধে জল দে জল বাবা দে জল দে জল ॥ উপবনে উপভোগ ইচ্ছা সবাকার। কিন্তু হয় উপবাসে উপবাস সার ॥ তুলিয়া প্রফুল্ল ফুল নিজে তায় বাস। অনুলের আভা এসে নাকে করে বাস ॥ উষা আর উষসিতে তরুতলে বাস। কিঞ্চিৎ শীতল হয় ফেলে দিলে বাস ॥ গুণগুণ, গুণ ভুলি আছে অন্ধকারে । অলি আর বলী নয় কলি দলিবারে ॥ হইল মুবাসস্থত কমলের দল। দে জল দে জল বাবা দে জল দে জল ৷ জলদে জলদে বাবা জলদেরে বল । দে জল দে জল বাবা দে জল দে জল ৷ মাঠ আছে কাঠ হয়ে ফুটফট মাটী। কোথা জল, কোথা হল কোথা তার পাটী ৷ হয়ে চায়, আশাহারা হয় হায় বলে । কুঁদিয়া ভজায় মাটা নয়নের জলে ৷ শস্তচোর গ্রীষ্মবেট দস্থ্য অতিশয়। কৃষীর কল্যাণ-কথা কভু নাহি কয় । কপালে আঘাত করে নীলকর যার । রবি-করে সারা হয়ে মারা গেল চারা ॥ আকাশে চাহিয়া আছে কাছে রেখে হল। দে জল দে জল বাবা দে জল দে জল ৷ জলদে জলদে বাবা জলদেরে বল । দে জল দে জল বাবা দে জল দে জল ৷ নগরের দক্ষিণেতে যত শ্বেত নর। খাটায়ে খসের টাটি মুড়িয়াছে ঘর ॥ তাহাতে চামের জল ঢালে নিরস্তুর। তথাচ শীতল নাছি হয় কলেবর ॥ ও গন্ড ও গড় বলি টবেতে উলিয়া। । মনোহর স্থাস প্তি কামিজ খুলি। °जेवक्रद्ध खप्७द्ध अशंक्नी । . बांसि-वण शंश उतू *लि नारि क्छ। কেৰল চাইল (ইচ্ছা ) ভরা জাংসের পরে ৯, শুকায়েছে বিৰিদের মুখ-শতদল ! 6ण खज dन छल यांदाँ 6ण अल Cन अण ॥ জলন্ধে জলদে বাবা জলদেয়ে ৰল। " দে জল দে জল বাবা দে জল দে জল। মওলোষ দধিচোষা ঢোস দল যত। কোশাধরা গোসা ভরা তপে জপে রক্ত ৷ প্রভাতে উঠিয়া মরে মিছে ফুল তুলে। পূজার আসনে বসে মন্ত্র যায় ভুলে ৷ শিবেরে ঠেকারে কলা কলা আগে চায়। " খপ করে তুলে নিয়ে গপ করে খায়। ভূতপালে ফেলে দিয়া নিজ পেট পালে। কোশা ধরে ঢক্‌ ঢক্‌ জল চালে গালে। না ছুতে না ছুতে ফুল আগে চায় ফল। দে জল দে জল বাবা দে জল দে জল ৷ জলদে জলদে বাবা জলদেরে বধ । দে জল দে জল বাবা দে জল ধে জল ৷ একে ৰারে মায়া যায় মত চাপদেড়ে। হাস ফাস করে যত প্যাজখেগো নেড়ে ॥ বিশেষতঃ পাকা দাড়ী পেটমোটা ভুড়ে। রৌদ্র গিয়া পেটে ঢেকে নেড়া মাথ ফুড়ে ॥ কাজী, কোল্পী মিয়া মোল্লা, দাড়িপাল্লা ধরি। কাছাখোল্ল তোবাতাল্লা, বলে আল্প মরি। দাড়ী বয়ে ঘাম পড়ে বুক ষায় ভেসে । বৃষ্টিঞ্জল পেয়ে যেন ফুটিয়াছে কেশে ॥ বদনে ধরিছে মুধু বদনার নল। দে জল দে জল বাৰা দে জল দে জল ৷ জলদে জলদে বাবা জলদেরে বল । দে জল দেল বাৰা দে ফুল দে জল। হায় হয় কার কাছে করি ৰল খেদ । যায় ধৰ্ম্ম এ কি কৰ্ম্ম হয় মৰ্ম্মভেদ । , ই পুরুষ উভয়ের ঘটেছে ৰিছো। লুনাৰ নাবিক ব্যাটা গু করে বেন। "λ