পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী । 拿 সে প্রকার ভোগ তার, ঘটায় খটায়। ক্রিয়াসাক্ষী সচেতন, ফলদাতা সনাতন, অথচ নিলেপ তুমি, আকাশের প্রায়। নিজ কৰ্ম্ম উপসর্গ, তাতেই নরক স্বর্গ, পুণ্য-পাপে সুখ তুর্থ ভোগায় ভোগাল । ভব তত্ত্বহত যত, প্রবৃত্তির পথে রত, দুখে সুখে অবিরত দোষ গুণ গায় ॥ মরি মরি, আড়। আহা, তোমার বিচার যাহা, কেহই জানে না তাহা, হায় হার হায় ! কিন্তু নাথ ! স্থির জানি, ঘোর তর অভিমানী, কেবল অপৰ্ম্ম করে মানব সভায় ৷ রিপুপিশাচের মতে, পাপাচার নানা মতে, তোমার পবিত্র পথে ভ্ৰমে নাচি ধায় । এমন যে মূঢ় জন, যদি স্তিপ করি মন, ক্ষণকাল চোখ বুজে তোমা পানে চাৰ্য ৷ মনে মুখে এই কয়, হর মম পাপচয়, দীনদয়াময় তুমি রয়েছ কোথায় ? কটাক্ষেতে একবার, সে পাপ থাকে না আর, কৰ্ম্মপাশ কাটে তার তোমার কৃপায় । কিন্তু ওহে দয়াময়, এ বড় সহজ নয়, 'অকস্মাৎ এ প্রবৃত্তি কেবা দেয় তায় ? ভিতরের তুবে তাব, সাধা করি বুঝিবার, তবেই বুঝিতে পারি বুঝালে আমায় । এ বোঝাতো সোজা নয়, বক্তা হয়ে কেবা কয়, কে বোঝাবে কে বুঝিবে তব অভিপ্রার ? যুঝিবার নাহি পুঁজি, কাজ নাই বোঝাবুঝি, - এই বুঝি সোজাসুঞ্জি স্থান দেহ পায় । তুমি প্রভু আমি দাস, পদ মাত্র অভিলাষ, ফিরিনেকে আর কৈান পদের আশায় । এই ঘরে ঢুকাইয়া, মাছ তুমি লুকাইর, এই ভব চরাচর, বটে বটে মনোহর, দেখা যদি নাহি দেও কি কাজ দেখায় ? কিন্তু নহে স্থিরতর রচিত মায়ায় । এখন রয়েছি এক, পাবই পাবই দেখা, বিবেকী বিবেকে কয়, নিত্য নয় নিত্য

  • कांख्रक्रम जनषद्र कश्नि डॉफांद्र ?

চকের র্দাদের মৃধা প্ৰভাতে কি পায় ? যখন সময় হবে, আপনিই দেখাইবে বিহিত উপায়। অঙ্কুর হয়েছে সবে, অঙ্কুরে ফলের অাশা বৃগাল বুথায় । শুন ওহে মম মূল, হও ও অনুকূল, যেন নাহি হয় ভুল দশম দশায়। • ভাঙে ভাঙো হল মেলা, এখন কবে ন হেলা, যায় যায় যায় বেলা খেলা হলে সব ॥ পার যেন তই অন্নে, অব যেন কোন কল্পে, মারার মা তাদো গল্পে নাহি পাড়ি সায় । পুজা গেম জপ যন্ত্র, স্বতন্ত্র স্বতন্ত্র পুথি প্রকৃতি পড়ায় | কপনো পড়িনি শক্তি, পেয়েছি যুগল শ্রীতি, শ্রীতির অধীন স্মৃতি স্মৃতি কেবা চাম ? রসম আচার্য হয়, শ্রুতিমূলে সদা কয়, “জয় জগদীশ জয়” মধুর ভাষায়। এই ধ্বনি প্রতিক্ষণ, আপনি আপন ভালে হাসায় কাঁদায । , শুনেছি দৰ্শন ছয়, নয়ন দর্শনদ্বয়, } সমুদয় ব্রহ্মময় নিয়ত দেখtশ | কাজ নাই দরশন, যাঙ্গা করি দরশন, তাতেই মোহিত মন তব মহিমায়। ধরা জল ৰতি, বা ত, দিবা নিশি সন্ধ্যা প্রাত, সকলেই গ্ৰতিভাত্ত তোমার প্রভায় ॥ যত কিছু রমণীয়, সকলেই শোভনীয় তোমার শোভায় । প্রভাকর প্রভাকর, নতুবা এ রৰি ছবি কোথায় লুকায় । সমুদ্রয় ভূতময় ভূতের মেলায় । আপনিই কোলে লবে, সময়ে সুফল হবে, নাহি জানি বেদ তন্ত্র, ধ্বনিধনে ধনী মন, যত কিছু কমনীয়, O २ © o কৰ্ম্ম যার যে প্রকার, তব ইচ্ছা সহকার, ' পূর্ণিমার নিশি হলে, আপনি টানিবে কোলে,