পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এমন নিদয় নক্স, ৮ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী। to তাদের উন্নত কর, দণ্ড কিছু দেখিতে মা পাট । ” মনোথে ভাই কই, দণ্ডদাতা বিভু কই, नाई नई नाई “তুমি” নাই । ক্ষণ পরে পুনৰ্ব্বার, কবি এই সুবিচার, তোমার কৃপার উপদেশে । যুক্তি আছে স্থির করা, প্ৰ’ল পাপের ভর, ড়োবেই ডোবেই ডোবে শেষে ॥ দোষহীন দীনচয়, পীড়া পেয়ে এই কয়, মুখ ফুটে কিছু কবনাকে । ‘ব্যথা পাই যে প্রকার, কর তার প্রতীকার, হে ঈশ্বর ! যদি তুমি থাকে।’ আৰ্ত্তনাদ গুনে ਾਂ না করিয়া সুবিচার, তুমি আব কিরূপেতে চোঁ ? সোয়ে সোয়ে ব্যুরে বাবে, দণ্ড দেও একেবারে, • অছি অাছ আছ তুমি আছো । দও দাতা নাম ধর্ম, দোষী জনে ও কর, হর হর, হর পাপস্তার । ক্রিয়াসাক্ষী দ্বয়াময়, বিচারে ধেমন ছয়, সাধুজনে দেও পুরস্কার। কী নাই কেই আর এইরূপ এ সংসার, • নিজে হয় নিজে পায় নাশ।’ এ কথা তো শুনিৰ ন', 'যুক্তি’ বোলে গুণিৰ ন', এখনি করিব উপহাস ॥ 'স্বভাবে? যদ্যপি হয়, সে স্বভাব অস্ত নয়, সে স্বভাৰ তুমিইতো হও । স্বস্তাৰে স্বভাব লম্বে, ধাত, পাতা ত্রাভা হয়ে, A. ‘কারণরূপেতে সদা’ রও ৷ অামারে এ সব লোক, • অস্তিক, নাস্তিক, কোৰ, বে প্রকার ইচ্ছ। যার হয় । আস্ত নাস্তি নাছি জানি, কেৰল তোমার মনি,

  • cडांबांण्ठहे नन kवन ब्रग्र ॥

• ২৫ To প্রাণাধিক প্রিয়তম, হর হর হর ভ্রম, কর কয় কৃপা-বিতরণ । গুরু বোলে কারে ধরি, কার কাছে শিক্ষা করি মামবের ধৰ্ম্ম-মাচরণ ? অনেকেরি কাছে যাই, গুরু না দেশিতে পাই, মিছেমিছি তর্কীদ করা সৰ্ব্বশাস্ত্রে সুপণ্ডিত, কিন্তু একি বিপৰীত, ভিতরেতে অভিমান ভরা ! ' ৰিস্কার সে সার মৰ্ম্ম, নাহি দেখি তার মৰ্ম্ম, কৰ্ম্ম নাই শর্মের সঞ্চার । আমি ‘স্বামী’ বড় কত, চলিবে জামার মত, পিস্থানের এই মহঙ্কবি ! , পৃথিবীর সব ঠাই, সমান দেখিতে পাই,

  • ভমানে সাধিতেছে ক্রয়া । দশ শেখ দেখ পিতে, ধৰ্ম্মমত চালাইতে, (দলি করে তেল নিয়া । কত মতে চলিতেছে, কত কথা লিতেছে,

ৰত স্কুলে ছলিতেছে কত এইরূপ দ্বেষাহুেষে, পরস্পর দেশে দেশে, মতগৰ্ব্বে সৰে ভাকুর ত ॥ 款 একের সপ্তান হয়ে, একের দোহাই লয়ে, বিচারেতে বিবাদ বাড়ায় । স্তৰ স্তত্ব ছোবে লাকে, ভিতরেতে ডোবে, নাকে, ভেসে তেসে কেৰল বেড়ায় ॥ ধৰ্ম্মযুদ্ধে যুদ্ধ করি, পরস্পর অস্ত্র ধরি, কাটাফাট এতে ওতে তোতে । প্রকৃত্তিরে হাসাতেছে, পৃথিবীরে ভাসাতেছে, স্বজাতির শোণিতের স্রোতে ! ধৰ্ম্মের আচার্য যার, এইতো ধাৰ্ম্মিক গলা, বুঝিলাম ধৰ্ম্ম আচরণে । দেখে শুনে সাধু স্বত, বিরলে হাসিদ্ধে কস্ত, ভূমিও হালিছ মনে মনে ॥ J