পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী । og প্রবালী পুরুষ-বত পোড়ার রবে। ছুটা নিয়া ছুটাছুটি বাড়ী আসে সবে ॥ সহরের কেন দ্রব্যে বেড়ে যায় জার্ক। বাড়ী বাড়ী নিমন্ত্রণ মেয়েদের ডাক ॥ কর্তাদের গালগল্প গুড়ক টানিয়া। কঁাটালের গুড়ি প্রায় ভূড়ি এলাইয়া ॥ দুই পার্থে পরিজন মধ্যে বুড় বসে। চিটে গুড় ছিটে দিয়ে পিটে থান কোসে ॥ তরুণী রমণী যত একত্র হইয়া। তামাসা করিছে সুখে জামাই লইয়া ॥ আঙ্গরের দ্রব্য লয়ে কৌশল কৌতুক। মাঝে মাঝে হাস্যরবে মুখের যৌতুক । ছদ্ম মিশনরী । ভুজঙ্গ হিংস্ৰক বটে তার কিবা ভয় ? মণি মন্ত্ৰ মহৌষধে প্রতীকার হয় । মিশন রাঙ্গ মাগ দংশে ভাই যারে। * একবারে বিষদাঁতে সেরে ফেলে তারে | ব্যাঘ্র ভয়ে ব্যগ্র হই যদি পায় বাগে । লাঠী অস্ত্র থাকিলে কি ভয় করি বাঘে । হেদো বনে কেঁদো বাঘ রাঙ্গ মুখ যার । বাঃ বাপ, বুক ফাটে নাম শুনে তার ॥ বাগ করা বাঘ আছে হাত দিয়া শিরে । ধরিয়া ধর্মের গলা নখে ফেলে চিরে। ছেলেকালে ছেলেধর, শুনিয়াছি কাণে । এখন হইল বোধ বিশেষ প্রমাণে ॥ কহিতে মনেবু খেদ, বুক ফেটে যায়। নিরী ছেলেধরা ছেলে ধরে খায় । মাতৃমুখে জুজুকথা আছি অবগত। এই বুঝি দেই জুজু রাঙ্গু মুখ যত। চুপ চুপ ছেলে সব হও সাবধান । , কাণ কাটা • • * কেটে নেবে কাণ ॥ স্থাও মাও বাপ থাক শান্তভাবে। বাট ভরে পান দিৰ গালভরে খাবে। ििन क्रि कब्र दिवि खज़नं★है। ' বাপধন বাছা মোর ছেড়নারে ভিটে ॥ কি জানি কি ঘটে পাছে বুদ্ধি তোর কাচা । ওখানে জুজুর ভয় যেয়ে না রে বাছা ॥ মুর্থ হয়ে ঘরে থাক ধৰ্ম্মপথ ধরে। কাজ নাই ইস্ক লেতে লেখা পড়া করে। হাদে হে ছেলের বাপ মন বড় কাল । আপন আপন ছেলে সামাল সামাল ॥ মিষ্টভাষী শুভ্রাকার মিশনরী যন্ত । {} আমাদের পক্ষে তারা দয়া ধৰ্ম্মহত ॥ পিতার সুখের নিধি তনয়-রতন কিছু নাহি বুঝে তার মনের মতন। শূন্ত করি জননীর হৃদয় ভাণ্ডার । হরণ করিয়া লয় সাধের কুমার ॥ যুবতার বুক চিরে পতি লয় বেড়ে । বাক্যের কুহক-যোগে যীশুমন্ত্র ছেড়ে ॥ কামিনীর কোলশূন্ত ক্ষুণ্ণ মন তায়। এ খেদ কহিব কারে হায় হায় হায় । বিদ,াদান ছল করি মিশনরী ডব । পাতিয়াছে ভাল এক বিধৰ্ম্মের টব ". মধুর বচন ঝাড়ে জানাইয়া লব । wo গীশুমন্ত্রে অভিষিক্ত করে শিশু সব ॥ শিশু সবে ত্ৰাণকৰ্ত্ত জ্ঞান করে ডলে । বিপরীত লবে পোড়ে ডুব দেয় টবে। ইরাংজা নববর্ষ। চাদ ছিল বাণ ধরি দীপ্তি গেল তার বিনিময়ে হয়,তথা পক্ষের সঞ্চার ॥ এই অবনীর করি কত হিতাহিত। একান্ন একান্নে হিল সবার সহিত ॥ নিরক্স বায়ান্ন দেব ধরিয়া বিক্রম। বিলাতীর শকে আসি করিল আশ্রম ॥ খ্ৰীষ্টমতে নববর্ষ অতি মনোহর । প্রেমানন্দে পরিপূর্ণ যত শ্বেত নর।