পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8, কবিতাসংগ্রহ { কেবল কুহকে ভুলে, কৌতুক দেখাও । আপনি কৌতুক কিছু, দেখিতে না পাও ॥ ভাল কোরে যাত্রা কর, বুঝে অভিপ্রায় । কর তাই অধিকারী, তুষ্ট হন যায় । , যাত্রা কোরে তুমি যাবে, আমি যাব চোলে। এ যাত্রার শেষ হবে, গঙ্গা যাত্রা হোলে | স্থির ভাবে এক খেলা, খেল চিরকাল । ভাল ভাল ভাল বাজী, জগদিন্দ্র জাল ॥ ছায়াবাজী, মায়াবাজী, কত বাজী জোর । ভাবিলে ভবের বাজী, বাজী হয় ভোর ॥ হায় একি অপরূপ, ঈশ্বরের খেলা । এক ভূতে রক্ষা নাই, পাচ ভূতে মেলা ॥ ভূতে ভূতে যোগাযোগ, ভূতে করে রব । দেখিয়া ভূতের কাও, অভিভূত সব ৷ ভূতের আকার নাই, বলে কেহ কেহ । দেখিলাম এ ভূতের, মনোহর দেহ ॥ কবে ভূত ছিল ভূত, আৰিভূত কবে । পুনরায় এই ভূত, কবে ভূত হৰে ॥ , ভূতের বাসায় থাকে, দেখোনাকে চেয়ে । দিবানিশি তোমারে হে, ভূতে আছে পেয়ে। ভূতের সহিত সদা, করিছ বিহার।