পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૦8 কবিতাসংগ্রহ । গড়েছে তোমারে বটে, খড় মাট দিয়া। কিন্তু সব মাটী হয়, ভাবিয়া ভাবিয়া ॥ কি হইবে, কি করিবে, ভেবে লোক মরে । দেন। বাক্তি, হাত খাক্তি, চাক্তি নাই ঘরে । রূপা সোণ সব গেল, জাহাজেতে ভেসে । কার কাছে ধার পাব, টাকা নাই দেশে ! দোকানী পসারী যত, আছে মাত্ৰ ঠাটে। ডাকের সে ডাক নাই, জাক নাই হাটে ৷ কাপুড়ে সাপুড়ে প্রায়, সুধু ঘর খোচে। সস্তাদুরে ছাড়ে তবু, বস্তা যায় পোচে। শারদীয় প্রভাত। যামিনী বিগত হয়, তরুণ অরুণোদয়, শশাঙ্কের শঙ্কিত শরীর । কাতর যতেক তারা, চক্ষেতে নীহার-ধারা, বহে শ্বাস প্রভাত সমীর । কারে বা কম্পিত দেহ, নয়ন মুচিছে কেহ, কেহ পড়ে কেহ হয় লোপ।