পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X > ১০ সং ছবি লসিলে কিম্বা তাঙ্গার ঐ মধু অন্বেষণ কালে তাঙ্গর পায়ে কিম্বা শরীরের অন্য কোন স্থানে পরাগ লাগিয়া যায় ( এই প্রকার পরাগ প্রায় চটচটে হয় ) এই কীট এইরূপে এক ফুলের পরাগ মাথিয়া যখন অন্ত ফুলে যায় তথম ইঙ্গর গাত্রস্ত পরাগ সেই ফুলের শুঙ্গদ্বারে লাগিয়া যায় -এই শুঙ্গদ্বারের গাত্র কীট গাত্র অপেক্ষা অধিক চটচটে । এইরূপে এক ফুলের পরাগ অন্ত ফুলের শৃঙ্গ দ্বারে নীত হয় এবং পরাগপাতন কাৰ্য্য এইরূপে কীট পতঙ্গ দ্বার। সাধিত হয় । বায়ুদ্বাবা যে সকল ফুলের পরাগ বাহিত হয় সে সকল ফুল প্রায়ই অতি ক্ষদ্র এবং কোনরূপ আড়ম্বরঙ্গীন হয়—অর্থাং উহাদের পুষ্পপতাক। অতি