পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S উপদেশ । গুলি ব্রান্ধের নিকট সে সিদ্ধান্ত কাৰ্য্যকর হয় না। আমাদের দুঃখজীর্ণ মাতৃভূমির সৌভাগ্য দেখিয়া হৃদয় উথলিত হইতেছে, আমাদের আত্মা উৎসাহিত হইতেছে ; কিন্তু আমাদের হস্তের ক্ষমতা দেখিয়া কি এই আশা হইতেছে ? কি দেখিয়া এই বিশ্বাস মনে উদয় হয় ? আমরা এই পৰ্য্যন্ত বলিতে পারি যে, রাজরাজেশ্বর বলিতেছেন, ভারতের ভয় নাই ; কারণ ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হইয়াছে। এই ব্রাহ্মসমাজ যখন প্রথমে অধিষ্ঠিত হইয়াছিল, তখন তাহার বিষয়ে অল্প আশা ছিল বটে, কিন্তু যাহার অঙ্গুলির নির্দেশে কোটি কোটি নক্ষত্র ভ্রাম্যমান হইতেছে তিনি বলিয়াছেন, ষে দিবস ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হইয়াছে, সেই দিন হইতে ভারতের সৌভাগ্য আরম্ভ হইয়াছে। হে মাতৃভূমি-প্রিয় ভ্রাতৃগণ ! অদ্য উৎসাহে হৃদয়ের ভাব উচ্ছসিত করিয়া তাহাকে উৎসর্গ করিয়া দাও। রাজরাজেশ্বর যখন আমাদের সম্মুখে অনন্ত জ্যোতিতে বিদ্যমান থাকিয়া আমাদিগকে আশা দিতেছেন, তখন আর ভয় কি ? . যদিও আমরা জরাজীর্ণ, তথাপি র্তাহার সেই মুক্তিপ্রদ চরণে আপনাকে উৎসর্গ করিব। ভ্রাতৃগণ । আসুন, আমরা সকলে মিলিয়া তাহার . উপাসনা কার্য্যে নিযুক্ত হই। -

  • ব্যাখ্যান। “হে প্রভো! দেবতাদিগের মধ্যে তোমার সদৃশ কেহ নাই, এবং তোমার কাৰ্য্যের তুল্য আর কোন কাৰ্য্য নাই। তোমার স্বঃ সকল জাতি, হে ঈশ্বর ! তোমার নিকট উপস্থিত হইয়া তোমার পূজা করিবে, এবং তোমার নামের গৌরব প্রকাশ করিবে। কেননা তুমি মহান এবং তুমি আশ্চৰ্য্য কৰ্ম্ম সকল সম্পাদন কর; তুমি একমাত্র ঈশ্বর।”