পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o উপদেশ । (ی\ পূজা দাও; তাহারা সকলে ঈশ্বরের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া, সেই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করিতেছেন। তাহারা আমাদিগকে একেবারে প্রত্যক্ষ ঈশ্বরের নিকট যাইতে অনুরোধ করিতেছেন। কেবল প্রকৃতি এবং পরলোকগত মহাত্মারাই যে, ঈশ্বরের গুণ কীৰ্ত্তন করিয়া আমাদিগকে স্বর্গের দিকে আকর্ষণ করিতেছেন তাহা নহে, জাতীয় নানা জীবিত ধৰ্ম্মাত্মা এবং শুদ্ধচেতাগণও আমাদিগকে ঈশ্বরের নিকটতর করিয়া দিতেছেন। পূৰ্ব্বোক্ত দুই প্রকার মধ্যবৰ্ত্তীর ন্যায় ইহারাও পূজা চাহেন না, ইহার পূজা চাওয়া পাপ মনে করেন। লক্ষ্য র্তাহারা নহেন, গম্য স্থান র্তাহার নহেন। ঈশ্বর এবং সাধকের মধ্যে রেখা মাত্র ব্যবধান নাই। ব্রাহ্ম ঈশ্বরের অব্যবহিত নিকটে বসিয়া ব্ৰহ্মপূজা করিতেছেন। জীবিত মৃত জ্যেষ্ঠ আচাৰ্য্য সকল চারিদিকে, মধ্যে কনিষ্ঠ ভ্রাতা, বিশ্বপতি প্রত্যক্ষভাবে সকলকে শান্তি পুণ্য বিধান করিতেছেন।