পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রার্থনা । ( মাঘোৎসব ) সায়ংকাল, বুধবার, ১লা মাঘ, ১৮০১ শক ; ১৪ই জানুয়ারি, ১৮৮০ খৃষ্টাব্দ । হে জ্যোতিৰ্ম্ময়, নূতন বিধির সংবাদ আসিল। স্বর্গের বায়ু পাপভারাক্রান্ত ধরাতলে নামিল। জয় দয়াময়, তোমারই জয়, জয় উৎসবময় ! জয় আনন্দময় ব্ৰহ্মাণ্ডেশ্বরের জয় ! আমরা সপরিবারে, সবান্ধবে তোমার সম্মুখে দণ্ডায়মান হইয়াছি আশীৰ্ব্বাদ কর । রক্তের সঙ্গে মিলিত হও, শব্দকে অগ্নিময় কর, বিশ্বাসকে সতেজ কর। পাপাত্মা হইয়াও তোমার কৃপাতে উৎসব ভোগকরি। অনেক আমাদের পাপ, তোমার চক্ষুর অগ্নিতে আমরা দগ্ধ হইতেছি, তোমার শব্দ গর্জিত হইতেছে, তোমার বিক্রম ধরাতলে অবতীর্ণ হইতেছে। যুগে যুগে তোমার নামে যে সকল ব্যাপার ঘটিয়াছে, এখনও সে সকল ব্যাপার হইতেছে। তোমার স্পর্শ, তোমার প্রত্যাদেশ, তোমার শুভাগমনে আমরা কৃতাৰ্থ হইতেছি । তোমার নিঃশ্বাস-বায়ু আমাদের পক্ষে নিতান্ত আবশ্যক। তুমি কৃপা করিয়া আমাদের প্রচারকদিগের, সঙ্গীত প্রচারকের এবং আচার্য্যের আত্মাতে বিশেষরূপে অবতীর্ণ হও এবং আমার দ্যায় পাপীদিগের কল্যাণ কর। হে ঈশ্বর, তুমি আসিয়াছ, তোমার আজ্ঞা হইয়াছে যে, আমরা উৎসব করি। জয় উৎসবের রাজা ! go-oo-ooooooooo