পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপদেশ । وها ؟ র্তাহার করুণা আমাদের হৃদয়ে অননুভূতপূৰ্ব্বরূপে প্রতিভাত হইতেছে। যে প্রার্থনার ক্ষমতা অদ্য শুনিয়াছি, অদ্য হইতে যেন সেই প্রার্থনা অবলম্বন করি। সেই বিনয় দ্বারা অহঙ্কারের মস্তক চূর্ণ করি ; সেই বিনয় যেন আমাদের সকলের অহঙ্কার হয় । ভয় কি ? ভাবনা কি ? “ব্রহ্ম-কৃপাহি কেবলং।” কারণ তিনি আমার পিতা, তিনি আমার মাতা ; আমরা পাপী, তিনি পাপীর পরিত্রাতা । সেই পাপীর পরিত্রাতাকে গলবস্ত্রে প্রার্থনা করি। পিতঃ, নূতন কথা বলিবার ক্ষমতা নাই, এইমাত্র বলিতেছি, দুঃখী যে প্রকারে রাজার নিকট করিয়া থাকে, সেই ভাবে তোমার চরণ ধরিয়া এই প্রার্থনা করিতেছি, অদ্য যে সত্য আমার হৃদয়ে মুদ্রিত করিলে তাহ যেন চিরস্থায়ী হয়। আমরা তোমার কৃপার উপর নির্ভর করিতেছি । যে কার্য্যে হৃদয়ের শোণিত শুষ্ক হইবে, সেই কাৰ্য্য করিতে দৃঢ়প্রতিজ্ঞ হইতেছি। ভূতলে পতিত, কৰ্দমে জঘন্য হইয়াছি। কি করিব ! যখন প্রতিজ্ঞ করিয়াছি, চিরকাল সেই ব্রত প্রতিপালন করিতে চেষ্টা করিব, এই আমার আশা। আমার শরীর আত্মাকে তোমাকে গ্রহণ করিতে হইবে। এই কর্ণ, জিহব। অপকৰ্ম্মের দিকে ধাবিত হয়, তোমাকে চিন্তা করিতে যায় না। কিরূপে এই অপবিত্র শরীরকে গ্রহণ করিবে ? এই রক্তকে অস্থিকে গ্রহণ কর, এই জ্ঞানকে গ্রহণ কর, হৃদয়ের মধ্যে যাহা কিছু আছে গ্রহণ কর। মস্তককে অবনত করিতেছি, তোমার পবিত্র আশীৰ্ব্বাদ দান কর, কৃতার্থ হইয়া গৃহে গমন করি। হে কৃপাময়! তোমার নিকট এই প্রার্থনা করিয়া ভক্তিভরে তোমাকে প্রণাম করি। - க_