পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8 উপদেশ । জীবন ও এই নিয়মের অধীন। চল্লিশ বৎসর পূৰ্ব্বে ব্রাহ্মগণ কত শক্তি পাইয়াছিলেন ; এখনও কত শক্তি পাইতেছেন ; আমরা কয়েকটা বৃদ্ধ এই শ্বেত শ্মশ্র লইয়া এই সাক্ষ্যদান করিতে পারি, যাহা পাওয়া গিয়াছে, ইহা অপেক্ষ অনেক অধিক পাইবার অবশিষ্ট আছে। তোমাদের পাইবার অন্ত নাই। এই ব্ৰহ্মলাভের পথ জীবনে আরম্ভ, মৃত্যুতে প্রচ্ছন্ন হয়। হে ব্ৰাহ্মগণ, যেরূপ উপাসনা করিয়া এই ব্ৰহ্ম সহবাস লাভ করিয়াছ, যেরূপে র্তাহাকে ডাকিয়া সাত্বনা পাইয়াছ, যেরূপে তাহাতে মগ্ন হুইয়া জীবনে ধন্ত হইয়াছে, আর কি সেই ভাবে তাহাকে ডাকিবে না? আর কি ভক্তির হস্ত প্রসারণ মরিয়া সেই ভাবে সেই চরণ জড়াইয়া ধরিবে না? আর কি সেই প্রেম-অশ্ৰুতে র্তাহার পবিত্র চরণ ধুইয়া দিবে না ? - - এই আটঘটি বৎসরে তোমরা কত ভোজন করিলে, কত প্রেম, ভক্তি, যোগ, সেবা সাধন করিয়া আত্মস্থ করিলে, কত উপাসনা, প্রার্থন, কত উৎসব করিলে ; কিন্তু যদি বলিতে হয়, এখনও এই বলি, আজও সাধনের ক, খ, শিক্ষা হয় নাই। প্রেম, ভক্তি, যোগ, সমাধি, ব্ৰহ্মলাভ, ব্রহ্মেতে আত্মবিক্রয় এই সমস্ত ভোজন করিবার জন্য পাত পাতিয়া বসিয়াছি মাত্র । আরও কত প্রসাদ পাইব, কত ভোজন করিব, কত উন্নতি লাভ করিব, তাহার অন্ত নাই। দুই দিন আহার কর নাই বলিয়া বলিতে পার না যে, তোমার জন্ত আর আহাৰ্য্য আসিবে না ; একদিন ব্ৰহ্ম-সহবাস পাও নাই বলিয়া, এমন মনে করিতে পার না যে, আর ব্রহ্ম তোমাকে কোন দিন দেখা দিবেন না। তেমনি পাঁচ সাত বৎসর বাহিরে কোন উন্নতি যদি মাও দেখিতে পাইয়া থাকি, তবুও বলিতে পারি না যে, ব্রাহ্ম-ধৰ্ম্ম চলিয়া গিয়াছে, কেশবচন্দ্রও অদৃগু হইয়াছেন, তাহার সঙ্গে সঙ্গে ব্রাহ্মধৰ্ম্মও