পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 উপদেশ । ব্রাহ্মসমাজ-তোমাদের নিকট একটা বড় দাবী করিতেছেন। সেই দাবী আজ তোমাদের নিকট প্রকাশ করিতেছি । তোমাদের ধন চাই না, ধন দিয়া তোমরা দুঃস্থ ব্রাহ্মদিগের সেবা কর এমন কথাও বলি না। তোমরাও যে ধন চাও, বস্ত্র চাও, বিলাস চাও, ইহাও মনে করি না। তোমরা বীরাঙ্গণা হইয়া দেশ উদ্ধার কর ইহাও ইচ্ছা করি না। আজ কোন ধৰ্ম্মপরায়ণ নারী ভক্তিবিগলিত হইয়া সঙ্গীত করিলে কৃতার্থ হইব ; কিন্তু বক্তৃতা কর ইহা চাই না। তোমরা আমাদের উপর খুব অধিকার বিস্তার কর, ইহাও প্রার্থনীয় নহে। একটী বড় দাওয়া তোমাদের উপর আছে । তাহা এই, স্ত্রীলোক ভিন্ন সংসার হয় না, স্ত্রীলোক ভিন্ন সেবা হয় না । তোমরা আমাদের গৃহে স্নেহ, প্রেম ও সমাদরের জীবন্ত মূৰ্ত্তি। তোমাদের দ্বারা সদ্ভাব, সদাচার, পবিত্রতার স্থশিক্ষা গৃহে বিরাজ করে। অগস্তিনের মাতা মণিকা অগস্তিনকে ধৰ্ম্মপথে আনিয়া কীৰ্ত্তিমতী হইলেন। দ্রৌপদীর সেবাপ্রধান জীবন স্মরণ কর, সীতা সাবিত্রীর পবিত্র জীবন অধ্যয়ন কর, অহল্যাবাইয়ের অসম্ভব ধৰ্ম্মকীৰ্ত্তি বারাণসীতে দেখিয়া এস । . . . এই সকল দেখিয়া জীবনে অপরিমিত ধৰ্ম্মপিপাসা লইয়া তোমরা আমাদের ধৰ্ম্মজীবনের সহায় হও । এই তোমাদের নিকট একমাত্র দাওয়া । গৃহই আমাদের শান্তির স্থান। আমরা পুরুষ মানুষ, সমস্ত দিন বাহিরে পরিশ্রম করিয়া পরিশ্রান্ত হই । কত লোকের সঙ্গে কত প্রকার ব্যবহার করিয়া জালাতন হই । গৃহে আসিয়া তোমাদের নিকট সাস্তুনা লাভ করি। বাহিরে যেমন জ্বালাতন হই, গৃহে আসিয়া তেমনি যদি তোমাদের মুখখানা ভার দেখি, কঠোর তিক্ত বাক্যে যদি আমাদের প্রাণকে বিদ্ধ কর, তবে যে কি অবস্থা হয় বলিতে পারি না । ইচ্ছা হয়,